National

রাস্তার খানাখন্দ আচমকা বিশাল হাঁ করে গিলে খেল আস্ত অটো

রাস্তায় ছোটখাটো ভাঙাচোরা গর্ত তো থাকেই। গাড়ি চালকরা বিরক্তও হন। কিন্তু তাতে চাকা পড়ে লাফানো ছাড়া আর কিছু হয়না। অন্তত এভাবে অটোকে আস্ত গিলে খায়না।

Published by
News Desk

রাস্তায় যে একটা গর্ত রয়েছে তা তিনি দেখতে পেয়েছিলেন। যেমন অন্য সব গাড়ির চালক দেখতে পান। খানিকটা পিচ উঠে গেছে। এমন খানাখন্দ তো রাস্তায় পাওয়াই যায়। গাড়ি চালকরা তা এড়িয়ে যান। আর যদি তাতে চাকা পড়েও তাহলেও গাড়ি একটু ঝাঁকুনি খায়। গাড়ির লোকজন বিরক্ত হন।

এমনই এক ছোট গর্তকে বিশেষ গুরুত্ব দিতে চাননি এক অটো চালক। তিনি যেতে গেলে সেই রাস্তার ভাঙা অংশে চাকা পড়ে। কিন্তু তারপর যে এমনটা হতে পারে তা তিনি কেন কেউই ভাবতে পারেননি।

ওই অটো চালক দেখেন তাঁর চাকা পড়ার পর আচমকাই ওই গর্তটি বড় হতে শুরু করেছে। খুব দ্রুত সেটি বড় হয়ে গেল। যেন রাস্তাটা একটা বিশাল হাঁ করল।

বড় হতে থাকা গর্তে ক্রমশ ঢুকে যেতে থাকল অটোর সামনের অংশ। ঢুকেও গেল। চালকের মুখ গেল সামনের কাচে লেগে ফেটে। তিনি রক্তাক্ত হলেন।

এদিকে অটো ক্রমশ পাতাল প্রবেশ করছে। গর্ত বড় হচ্ছে। অটোর অর্ধেক গিলে নেওয়ার পর আচমকা গিলে খাওয়াটা থামে। ততক্ষণে অটোর অনেকটা অংশ ঢুকে গেছে বিশাল গর্তে।

ঘটনাটি ঘটেছে আমেদাবাদের ব্যস্ত রাস্তা মাকারবা মেন রোডে। এভাবে একটি রাস্তার মামুলি খানাখন্দ এমন অতিকায় গর্তের রূপ কীভাবে নিল তা খতিয়ে দেখার কাজ চলছে। তবে অটো চালক আহত হলেও বেঁচে গেছেন।

Share
Published by
News Desk