National

সকলে ভুলেই গিয়েছিল তার কথা, বেঁচে উঠছে হারিয়ে যাওয়া নদী

এ যেন ফিনিক্স পাখির মত ঘটনা। কবেই হারিয়ে গিয়েছিল এই নদী। তার অস্তিত্বের কথাই ভুলে গিয়েছিলেন অনেকে। সেই নদী ফের বেঁচে উঠছে।

Published by
News Desk

একটা সময় ছিল যখন এই নদীর জল কুলকুল করে বয়ে যেত নানা গ্রাম শহরের পাশ দিয়ে। কিন্তু সময়ের সঙ্গে একসময় হারিয়ে যায় এ নদী। ২৭ কিলোমিটারের এই নদী একসময় যতটাই পরিচিত ছিল, ততটাই তার কথা ভুলে যান মানুষজন।

যেখান দিয়ে একসময় নদী বইত সেখানে মানুষের ঘরবাড়ি তৈরি হয়ে গিয়েছিল। কোথাও ঘরবাড়ি তো কোথাও প্রচুর সবুজ জঙ্গল তৈরি হয়ে গিয়েছিল নদীর গতিপথে।

সেখানে যে নদী ছিল সেটাই তো কারও জানা ছিলনা। সেই নদী যে আবার বেঁচে উঠবে তা হয়তো ভাবতে পারেননি স্থানীয় মানুষজন। কিন্তু সেটা বেঁচে উঠছে।

বারাণসীর মাতুকা নদীর জন্ম ভাদোহি জেলায়। তারপর তা বয়ে পৌঁছে যায় বারাণসীতে। বারাণসীর বরুণা নদীতে এসে মেশে মাতুকা। বরুণাতে মেশার আগে তা ২৭ কিলোমিটার পথ অতিক্রম করে।

মাতুকা নদীকে বাঁচিয়ে তুলতে এই গতিপথ ফের যাবতীয় জবরদখল সরিয়ে পরিস্কার করা হয়েছে। গতিপথে তৈরি হওয়া জঙ্গলও সাফ করা হয়েছে। তাতে ফের দেখা যাচ্ছে নদীর আঁকাবাঁকা গতিপথ।

সেই পথে এবার জল গড়ানোর অপেক্ষা। ফের জেগে উঠতে চলেছে মাতুকা। আবার নদীপথে জলের স্রোত বইবে। যা গিয়ে মিশবে বরুণা নদীতে।

মাতুকা ফের তার আপন ছন্দ ফিরে পেলে ২৬টি গ্রামের প্রায় ৫ হাজার বাসিন্দা উপকৃত হবেন। দৈনন্দিন প্রয়োজনের জল ছাড়াও তাঁদের জলসেচের সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। মাতুকার এখন নতুন করে বেঁচে উঠে বয়ে চলা সামান্য সময়ের অপেক্ষা।

Share
Published by
News Desk