National

ভুল পথে গাড়ি মাসের শেষে এনে দিল ১ কোটি টাকা

রাজপথ ধরে ভুল পথে ছুটে যায় গাড়ি। আর সে গাড়ির হাত ধরেই প্রাপ্তি ১ কোটি টাকা। তাও মাত্র ১ মাসে।

বিষয়টি আপাতদৃষ্টিতে সামান্য হলেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজপথের কালো পিচ ঢালা রাস্তা ধরে সঠিক পথে ছুটে চলার সব ব্যবস্থাই তৈরি থাকে। কিন্তু তারপরেও ভুল পথ এড়ায় না চালকের স্টিয়ারিং।

যা এতদিন করা গেছে তা যে এখন আর চলবে না তা বোধহয় আন্দাজ করতে পারেননি অনেকে। আর তার ফলেই মাত্র ১ মাস এনে দিল প্রায় ১ কোটি টাকা। বিষয়টি একটু খুলেই বলা যাক।


গুরুগ্রামের কাহিনি এটি। গত ১ মাসে গুরুগ্রামের বিভিন্ন রাজপথে অনেক গাড়িই ভুল পথে ছুটেছে। কিন্তু তা তো আইন নয়। ফলে তা ট্রাফিক আইন ভঙ্গ করেছে। ভুল দিক দিয়ে গাড়ি চালিয়ে ১৯ হাজার ১৪৬টি গাড়ি পড়েছে মোটা টাকা জরিমানার মুখে।

গুরুগ্রামের ট্রাফিক পুলিশ গত ১ মাস ধরে কঠোরতম অবস্থান নিয়েছিল। অতন্দ্র প্রহরা ছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায়। আর তাতেই একের পর এক ট্রাফিক আইন ভঙ্গকারীকে পাকড়াও করে তারা। বিশেষ এই অভিযানে নেমে তারা গত ১ মাসে ১৯ হাজার ১৪৬টি চালান কেটেছে। যা ভুল দিক দিয়ে গাড়ি চালানোর জন্য কাটা হয়।


এই ১৯ হাজার ১৪৬টি চালান কেটে জরিমানা বাবদ ৯৯ লক্ষ ৪২ হাজার টাকা এসেছে গুরুগ্রাম ট্রাফিক পুলিশের কোষাগারে। যাকে প্রায় ১ কোটি টাকা বললে খুব ভুল হবেনা।

গুরুগ্রাম পুলিশের এই জোরদার অভিযানে একদিকে যেমন জরিমানার বিশাল অঙ্ক কোষাগারে এল, তেমন গাড়ির স্টিয়ারিংয়ে যাঁদের হাত থাকে তাঁরা অতি সতর্ক হতে বাধ্য হলেন। পুলিশের এই কড়া মনোভাবের কথা জেনে সতর্ক তাঁরাও।

এদিকে পুলিশের তরফ থেকেও কি করলে ট্রাফিক আইন ভঙ্গ হবে, কোনটা সঠিক ট্রাফিক আইন মেনে চলা, তার পাঠ দেওয়ার কাজ সমান্তরালভাবে চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button