National

দরজায় কড়া নাড়ছে গরমের অন্য তাণ্ডব, একটি নামও রয়েছে ২৫ দিনের এই গরমের

২৫ দিন ধরে গরমের দহন জ্বালা সহ্য করতে হবে। সবে তা শুরু হচ্ছে। মে মাস জুড়ে চলা এই গরমের তাণ্ডবের একটি নামও রয়েছে।

Published by
News Desk

গ্রীষ্ম এখন মধ্যগগনে। গোটা দেশজুড়েই এই সময় তীব্র দহন জ্বালার জন্য তৈরি থাকেন মানুষজন। এবার অবশ্য পশ্চিমবঙ্গের ওপর মে মাসের শুরুতেও গরমের ঝাপটা তেমন নেই।

মেঘের আনাগোনা, মাঝে মাঝেই ঝড়বৃষ্টি পারদকে বেঁধে রেখেছে একটা নির্দিষ্ট সীমার ঘেরাটোপে। যদিও এখনও মে মাস পুরোটা বাকি। কবে যে সূর্যদেব তাঁর নিজ মূর্তি ধারণ করবেন তা অজানা।

তবে ভারতের একটি অংশ কিন্তু তার তীব্র গরমের দিনগুলোর জন্য তৈরি। ৪ মে থেকে এই গরমের সর্বোচ্চ ইনিংস শুরু হয়। শেষ হয় ২৮ মে। এটা প্রতিবছরের ব্যাপার।

এই ২৫ দিনকে সেখানে ভয়ংকর গরমের সময় হিসাবে ধরা হয়। এই ২৫ দিনের গরমের একটি নামও রয়েছে। স্থানীয়রা এই গরমকে বলেন ‘অগ্নি নটচতিরম’।

তামিলনাড়ুতে এই গরমের স্পেল শুরু হয় ৪ মে। এই সময় পারদ সবচেয়ে চরমে ওঠে তামিলনাড়ুর উপকূলীয় এলাকাগুলিতে। মে মাসের শুরু থেকেই দক্ষিণের এই অন্যতম রাজ্য তীব্র গরমে পুড়ছে।

তামিলনাড়ুর মানুষের জন্য সেখানকার স্থানীয় আবহাওয়া দফতর বিশেষ সতর্কতাও এই ২৫ দিনের জন্য জারি করেছে। দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত রাস্তায় না বার হওয়ার পরামর্শ দিয়েছে তারা। প্রচুর পরিমাণে জল ও সরবত পান করতেও পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তায় সর্বদা ছাতা ও টুপি ব্যাবহার করতেও বলা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk