National

অদ্ভুত উপহারের আবদার, বন্ধুদের মেসেজ করে বর চাইলেন বিশেষ উপহার

বিয়েতে সকলেই কিছু না কিছু উপহার দিয়ে থাকেন নবদম্পতিকে। নিমন্ত্রণ পাওয়ার পর বন্ধুরাও নিজেদের মত করে উপহার দেন। কিন্তু এক্ষেত্রে বন্ধুদের কাছে বর চাইলেন উপহার।

Published by
News Desk

বিয়ে উপলক্ষে বন্ধুদের নিমন্ত্রণ করেছিলেন এক ব্যক্তি। তাঁর বিয়ে। বিয়ে উপলক্ষে বন্ধুরা নিমন্ত্রিত। এরমধ্যে নতুনত্ব কিছু নেই। বন্ধুর বিয়েতে কিছু না কিছু তো উপহার অন্য বন্ধুরা দিয়েই থাকেন। কিন্তু সেটা নিশ্চয়ই বর স্থির করে দেন না।

সেই উপহার অর্থে হবে না জিনিসে তা যিনি দেবেন তিনিই স্থির করেন। যেমন বন্ধুর বিয়েতে নিমন্ত্রণ পেয়ে এক যুবক ভাবছিলেন যে তিনি গিফট ভাউচার দেবেন নবদম্পতিকে যাতে তাঁরা পছন্দের কিছু কিনে নিতে পারেন। কিন্তু সেই সময়ই তাঁর বিয়ে হতে চলা বন্ধু মেসেজ করেন। যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

হবু বর তাঁর বন্ধুকে জানান, তিনি তো তাঁর বিয়েতে কিছু না কিছু উপহার দেবেনই। তা তিনি চান যেকোনও কিছু না দিয়ে বরং ৩ হাজার ১০০ টাকা উপহার হিসাবে যেন দেন তিনি।

এও জানান যে, তিনি দাম্পত্যজীবনে প্রবেশ করার জন্য একটি এসি কিনছেন। তাঁর ঘরে লাগাবেন। সেটির দাম ৪২ হাজার টাকা। কয়েকজন বন্ধু ওটা কেনার জন্য কিছু কিছু করে টাকা দিয়েছেন। এবার এই ৩ হাজার ১০০ টাকা করে ৪ জন দিলেই তাঁর এসি-র টাকা উঠে যাবে।

এটা পড়ার পর ওই বন্ধুর মনে হয় তিনি কোনও বন্ধুর বিয়েতে নিমন্ত্রণ নয়, একটা অর্থনৈতিক লেনদেনের নিমন্ত্রণ পেয়েছেন। তাই তিনি টাকা পাঠালেও নিজে বিয়েতে না যাওয়ার সিদ্ধান্ত নেন।

ভারতে বিয়েতে এমনটাও যে হতে পারে তা কেউ ভাবেননি। যদিও সোশ্যাল মিডিয়া এক্ষেত্রে দ্বিধাবিভক্ত। কেউ কেউ যেমন এভাবে কত টাকা উপহার চাই তাও বলে দেওয়াকে খারাপ নজরে দেখেছেন, কেউ কেউ আবার মনে করছেন এটা বেশ বাস্তববাদী কাজ। তাঁর যেটা দরকার তিনি সেটাই চেয়ে নিয়েছেন।

Share
Published by
News Desk