National

সবচেয়ে বেশিবার বদলি হয়েছেন এই আইএএস অফিসার, তাঁর সঙ্গে রয়েছে কলকাতার যোগ

জীবনে সবচেয়ে বেশিবার বদলি হওয়া আইএএস অফিসার তিনি। কলকাতার ছেলে। কিন্তু পেশাগত জীবনে কখনও আপস করায় রাজি ছিলেননা তিনি। বারবার বদলিও হন।

একজন আইএএস অফিসার হিসাবে সবচেয়ে বেশিবার বদলির রেকর্ড রয়েছে তাঁর। ১৯৯১ ব্যাচের আইএএস। ৩৪ বছরের কর্মজীবনে ৫৭ বার বদলি হয়েছেন তিনি। এতবার নিজের পেশাগত জীবনে বদলির রেকর্ড আইএএস কোনও আধিকারিকের নেই।

একেবারেই ছিলেন আপোষহীন মানসিকতার মানুষ। নিজের পেশার প্রতি ছিলেন দায়িত্ববান। সেই অশোক খেমকা ৩০ এপ্রিল অবসর নিলেন। শেষ হল তাঁর বর্ণময় পেশাগত জীবন।

অশোক খেমকা কলকাতার ছেলে। ১৯৬৫ সালে কলকাতায় জন্ম। খড়গপুর আইআইটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন এই মেধাবী মানুষটি। বিটেক করেন কম্পিউটার সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ।


তারপর টাটা ইন্সটিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ থেকে কম্পিউটার সায়েন্সেই পিএইচডি। এখানেই শেষ নয়। তাঁর পড়াশোনার ইচ্ছা থেমে যায়নি। ফিনান্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-এ এরপর এমবিএ করেন তিনি।

এরপর সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হয়ে আইএএস। পেশাগত জীবন শুরু ১৯৯১ সালে। কাজ করতে করতেই পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি নিয়ে পড়া শেষ করে সেই ডিগ্রিও অর্জন করেন।

আপোষহীন মানসিকতার এই আইএএস আধিকারিক নিজের জ্ঞানার্জনের খিদেকে কর্মজীবনেও জাগিয়ে রেখেছিলেন। লো প্রোফাইল মানুষ হিসাবেই পেশাগত জীবনে পরিচিত ছিলেন।

অশোক খেমকার অবসর হয়ে গেল। তবে তিনি যে আপোষহীন মানসিকতা, নিজের কাজের প্রতি দায়বদ্ধতায় অনড় থাকার পরিচয় রেখে গেলেন তা উদাহরণ হয়ে রয়ে গেল আগামী প্রজন্মের আইএএস আধিকারিকদের জন্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *