National

লন্ডনে হার না মানা লড়াইয়ের হাত ধরে ভারতে ফিরল ঐতিহাসিক তরোয়াল

এক লড়াই জিতে ভারতের ঐতিহাসিক তরোয়াল ফিরে এল ভারতে। লড়াই হল বিলেতের মাটিতে। তবে এ লড়াই চেনা পরিচিত হাতাহাতি নয়।

Published by
News Desk

লড়াইটা জিতেই গেল। আর তার হাত ধরে ভারত ফিরে পেল তার ঐতিহাসিক তরোয়াল। লড়াই হল লন্ডনে বসে। খরচও হল প্রচুর। এই মুখে মুখে লড়াই জেতা, তা নিয়ে আসার ব্যবস্থা, বীমা, সব খরচ খরচা মিলিয়ে ৪৭ লক্ষ ১৫ হাজার টাকা গেল।

তবে ঐতিহাসিক তরোয়াল দেশে ফিরল। শেষ হাসি হাসল মহারাষ্ট্র সরকার। কারণ খরচটা তারাই করল। যে তরোয়াল ঘরে ফিরল তা নাগপুরের ভোঁসলে রাজবংশের প্রতিষ্ঠাতা রঘুজি ভোঁসলের।

ছত্রপতি শাহু মহারাজের সময়ে মারাঠা সেনাপ্রধান ছিলেন রঘুজি। আন্তর্জাতিক নিলামের মঞ্চ থেকে এই প্রথম মহারাষ্ট্রের ইতিহাসের সঙ্গে যুক্ত কোনও ঐতিহাসিক সম্পদ ভারতে ফিরিয়ে আনল মহারাষ্ট্র সরকার।

এই তরোয়ালটি লন্ডনে নিলামে উঠছে জানতে পারার পরই মহারাষ্ট্র সরকার প্রতিনিধি পাঠায় সেখানে। নিলামে অংশ নেয় খোদ মহারাষ্ট্র সরকার। সরকারের হয়ে প্রতিনিধিত্ব করা ব্যক্তিই নিলামে দর দিতে থাকেন।

লড়াই করে এরপর তিনি সবচেয়ে বেশি দর দিয়ে তরোয়ালটি জিতে নেন। ভারতের জিনিস ভারতেই ফিরে আসে লন্ডনের নিলামে মোটা টাকা ব্যয় করে।

প্রসঙ্গত এই রঘুজিই তাঁর সেনাবাহিনী নিয়ে বাংলা আক্রমণ করেন। বাংলা ও ওড়িশায় রাজত্ব বৃদ্ধি করেছিলেন তিনি। দক্ষিণ ভারতেও মারাঠা দাপট তৈরিতে তাঁর ভূমিকা ছিল।

তাঁর একটি তরোয়াল এতদিন ছিল ব্রিটিশদের জিম্মায়। সেটাই এবার নিলাম হল। এই তরোয়াল ভারতে ফেরা অবশ্যই মারাঠাদের জন্য গর্বের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk