National

শহরবাসীকে অসহ্য দহনজ্বালা থেকে রক্ষা করতে রাস্তায় সবুজ জাল

রাস্তায় বার হলে গোটা শরীর জ্বলছে। অসহ্য গরমে পুড়ছে চারধার। কিন্তু কাজে তো বার হতেই হচ্ছে অনেককে। পথে তাঁদের গরম থেকে বাঁচাতে নজরকাড়া উদ্যোগ নিল এই পুরসভা।

আগুনে গরমে যে এবার পুড়তে হবে ভারতের অধিকাংশ জায়গাকে, তা আগেই জানিয়ে রেখেছে আবহাওয়া দফতর। আর সেটাই এখন চলছে নানা জায়গায়। বৈশাখ পড়তেই আগুনে গরমের কোপে ভারতের নানা অংশ। ৪৪ ডিগ্রিতে পৌঁছে গেছে নাগপুরের পারদ।

রাস্তায় বার হলে মনে হচ্ছে সারা শরীর যেন পুড়ে যাচ্ছে। বাধ্য হয়ে যাঁদের রাস্তায় বার হতেই হচ্ছে তাঁদের গরমের কারণে নানাধরনের শারীরিক সমস্যার শিকার হতে হচ্ছে।


রাস্তায় কাজে বার হওয়া নাগপুরবাসীকে এই অসহ্য গরম থেকে কিছুটা রক্ষা করতে এবার সবুজ জালে ভরসা রাখল ওই শহরের পুরসভা। রাস্তার মোড়ে তো সিগনালে গাড়ি দাঁড় করাতেই হয়। মানুষকেও বাসের জন্য অপেক্ষা করতে হয়।

তাই নাগপুর শহরের অনেক রাস্তার মোড়ে অনেকটা অংশ জুড়ে সবুজ জালের মত লাগিয়ে দিয়েছে পুরসভা। যা এই ভয়ংকর আগুনে সূর্যরশ্মিকে সরাসরি মানুষের শরীরে লাগতে দিচ্ছেনা। কিছুটা হলেও রেহাই পাচ্ছেন মানুষজন।


সবুজ জাল আরও নানা মোড়ে লাগানোর জন্য শহরবাসীর তরফ থেকেই ওই পুরসভাকে অনুরোধ করা হয়েছে। এছাড়া রাস্তায় বিভিন্ন জায়গায় ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।

সারাদিনের জন্য খুলে দেওয়া হয়েছে শহরের সবকটি পার্ক। যাতে প্রবল রোদ থেকে বাঁচতে প্রয়োজনে পার্কে গাছের তলায় কিছুটা জিরিয়ে নিতে পারেন ক্লান্ত মানুষজন।

শহরের পাখি ও রাস্তায় ঘুরে বেড়ানো প্রাণিদের জন্যও পুরসভার কাছে শহর জুড়ে জলের ব্যবস্থা করার অনুরোধ করেছেন পশুপ্রেমীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button