National

ফোন নিলেন কেন, প্রশ্ন করে শিক্ষিকাকে জুতোপেটা করল কলেজ ছাত্রী

এক কলেজ ছাত্রী কলেজ চত্বরেই শিক্ষিকাকে জুতোপেটা করল। কলেজের নিয়ম ভেঙে ফোন ব্যবহার করার জন্য শিক্ষিকা ব্যবস্থা নিতেই রাগে ফেটে পড়ে ওই ছাত্রী।

Published by
News Desk

কলেজ চত্বরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। এটাই কলেজের নিয়ম। তা সত্ত্বেও এক ছাত্রী কলেজের মধ্যে বসেই ফোন ব্যবহার করছিল। যা চোখে পড়ে যায় কলেজের এক শিক্ষিকার। তিনি এগিয়ে এসে ছাত্রীর হাত থেকে ফোনটি নিয়ে তা বাজেয়াপ্ত করেন।

এভাবে তার কাছ থেকে শিক্ষিকা ফোন কেড়ে নিতেই ওই ছাত্রী রেগে যায়। শিক্ষিকার পিছনে হেঁটে গিয়ে চড়া গলায় প্রতিবাদ করতে থাকে। এরপর গলা তার চড়তেই থাকে। শিক্ষিকাকে হুমকিও দিতে শুরু করে সে।

পরিস্কার জিজ্ঞেস করে শিক্ষিকা, তাকে ফোন ফেরত দেবেন কি দেবেন না? শিক্ষিকা দাঁড়িয়ে থাকেন। স্পষ্ট বুঝিয়ে দেন তিনি ফোন ফেরত দিচ্ছেন না। এমনকি ওই ছাত্রী এটাও জানায় যে ফোনটার দাম ১২ হাজার টাকা। শিক্ষিকা যেন অবিলম্বে তাকে ফোনটা ফেরত দেন।

তাতেও শিক্ষিকা নিজের অবস্থানে অনড় থাকায় সকলের সামনেই পা থেকে জুতো খুলে হাতে নেয় ছাত্রী। তারপর সটান শিক্ষিকার কাছে গিয়ে তাঁকে জুতোপেটা করতে শুরু করে।

ছাত্রীর দিক থেকে জুতোপেটা জুটতে পারে এটা বোধহয় আশা করেননি ওই শিক্ষিকা। তিনি নিজেকে রক্ষা করতে ফোনটা পাশে রেখে ওই ছাত্রীকে ধরে ফেলার চেষ্টা করেন। তিনিও এবার পাল্টা চড় কষান।

ছাত্রীটি অবশ্য থামেনি। এরপর আশপাশ থেকে পড়ুয়ারা থেকে শুরু করে কলেজের অন্য কর্মী, শিক্ষকরা চলে আসেন। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলার একটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে।

এই ঘটনার ছবি ছড়িয়ে পড়তে ছাত্রীর এমন আচরণের বিরুদ্ধে বক্তব্য রাখেন অনেকে। কয়েকজন অবশ্য এরপরেও ছাত্রীর পাশে দাঁড়িয়েছেন। কারও মতে, শিক্ষিকাই এভাবে ফোন কেড়ে নিয়ে ভুল করেছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk