National

কনের সাজে মুখ ঢেকে এলেন পাত্রীর মা, সন্দেহ হওয়ায় আজব কাণ্ড করলেন বর

এক তরুণীর সঙ্গে বিয়ের পাকা কথা হওয়ার পর বিয়ের দিন হল পাত্রী বদল। তরুণীর জায়গায় মুখ ঢেকে কনে সেজে এলেন পাত্রীর মা। সন্দেহ হল হবু বরের।

Published by
News Desk

একেবারে ২ পরিবারের মধ্যে দেখাশোনা করে বিয়ে স্থির হয় ২ জনের। তরুণের পাত্রীকে দেখে পছন্দও হয়। বিয়ের সব স্থির হয়। তারপর আসে বিয়ের দিন। বিয়ে শুরু হয়। সেই সময় বিয়ের সাজে সেজে আসা কনেকে দেখে একটা সন্দেহ হয় বরের।

মুসলিম রীতিতে পাত্রীর নাম বলা হয় বিয়ের সময়। সে সময় একটি অন্য নাম শোনেন বর। সেটা শুনে তিনি আর স্থির থাকতে পারেননি। সন্দেহ এমন পর্যায়ে যায় যে সোজা গিয়ে পাত্রীর ঘোমটা তুলে দেখেন।

বরের এমন কাণ্ড দেখে তাজ্জব হয়ে যান সকলে। যদিও তার চেয়েও বেশি তাজ্জব হন বর স্বয়ং। কারণ পাত্রী হিসাবে তাঁর সঙ্গে যাঁর বিয়ে হচ্ছে তিনি তাঁর দেখা তরুণী নন, বরং তরুণীর মা।

লুকিয়ে শাশুড়ির সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা! এটা মেনে নিতে পারেননি বর। কিন্তু তখনই শুরু হয় কনের বাড়ির তরফ থেকে ভয় দেখানো। বিয়ে করতেই হবে।

বেশ কিছুক্ষণ বচসা চলার পর একটা ফাঁক বুঝে বরবেশেই যুবক আজিম বিয়ের আসর থেকে চম্পট দেন। পালিয়ে গিয়ে লুকিয়ে পড়েন তিনি। পরে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠের ব্রহ্মপুরী এলাকায়। এভাবে পাত্রী বদল করে বিয়ের দিন শাশুড়ির সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টার ঘটনা রীতিমত চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে মেরঠে। এভাবে কনের বিধবা মাকে বিয়ে দেওয়ার চেষ্টা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

Share
Published by
News Desk