National

ডলফিনদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে ভারতের এই অংশ, দলে দলে ভেসে বেড়াচ্ছে তারা

ডলফিনদের নিশ্চিন্ত আশ্রয় হয়ে উঠেছে ভারতের এই অংশ। যেখানে উপকূলীয় সমুদ্রে ডলফিনের দেখা মিলছে অহরহ। বেড়েই চলেছে সংখ্যায়।

Published by
News Desk

সমুদ্রের যে অংশে ডলফিন থাকে সেই অংশের সমুদ্রের বাস্তুতন্ত্রের ভারসাম্য খুব ভাল হয়। এটাই বিশেষজ্ঞদের অভিমত। আর সেখানেই বাজিমাত করছে ভারতের একটি অংশ জুড়ে থাকা বিশাল উপকূল। যেখানে ডলফিনের সংখ্যা বেড়েই চলেছে।

সেখানে নিশ্চিন্তে সমুদ্রের জলে ভেসে বেড়ায় তারা। মাছ ধরার নৌকারাও তাদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকটা নজরে রাখে। এখানে যে ডলফিন প্রজাতি সবচেয়ে বেশি নজর কাড়ে তারা হল ভারত মহাসাগরের হাম্পব্যাক বা কুঁজো ডলফিন। যারা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ বলেই বিখ্যাত।

গুজরাটে ১ হাজার ৬০০ কিলোমিটার জুড়ে রয়েছে সমুদ্রের ধার। এখানে সামুদ্রিক জীবন বেশ নজরকাড়া। এরমধ্যে কচ্ছ থেকে ভাবনগর পর্যন্ত সমুদ্র তীর জুড়ে যে বিস্তীর্ণ আরবসাগরের জলভাগ রয়েছে, সেখানে প্রচুর ডলফিনের আনাগোনা লেগে থাকে।

এখানে কম করে ৬৮০টি ডলফিন বাস করে বলে সাম্প্রতিক একটি ডলফিন গণনা রিপোর্ট জানাচ্ছে। এই ডলফিনরা এখানে নিশ্চিন্তে থাকতে পারছে বলেই এখানে ক্রমশ সংখ্যায় বাড়ছে। যা অবশ্যই ভারতের জন্য আনন্দের।

ডলফিন সাধারণত সমুদ্রের মাছ, চিংড়ি এবং কাঁকড়া খেয়ে বাঁচে। যেহেতু ডলফিন মানুষের বন্ধু হতে পারে, তাই তাদের এই ভারতীয় উপকূলে সংখ্যা বৃদ্ধি অবশ্যই ডলফিন পর্যটনকেও আকর্ষিত করতে পারে।

সমুদ্র তো বটেই, গঙ্গা নদীতেও এক প্রজাতির ডলফিন দেখতে পাওয়া যায়। যাদের গঙ্গার ডলফিন বলা হয়। অনেকে একে শুশুক বলেও চিহ্নিত করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk