National

৮ ঘণ্টা শুধু বসে থাকতে হবে, পারলেই ১ লক্ষ টাকা

পকেটে কিছু টাকা আসুক কে না চান। সেটা যদি কোনও কাজ না করে কেবল বসেই পাওয়া যায় তাহলে তো কথাই নেই। সেই সুযোগ এবার হাতের মুঠোয়।

Published by
News Desk

টাকা রোজগার করা সহজ কাজ নয়। কিন্তু সহজেই যদি ১ লক্ষ টাকা রোজগার করা যায় তাহলে মন্দ কি! কাজ করতে হবেনা। কেবল বসে থাকতে হবে। নিছক বসে থাকা। সেটাও ৮ ঘণ্টা। এটুকু করতে পারলেই ১ লক্ষ টাকা পকেটে পুরতে পারবেন যে কেউ।

এমনই এক আজব অফার নিয়ে এল একটি ব্র্যান্ড। তাদের শর্ত হল যিনি ইচ্ছুক হবেন, তাঁকে একটি চেয়ার দেওয়া হবে। সেই চেয়ারে তাঁকে বসতে হবে। পা ক্রস করে বসতে হবে চেয়ারে। তারপর শুরু হবে ঘড়িতে সময় গোনা।

এই গণনা চলতে থাকবে। ওই ব্যক্তির দিকে কঠোর নজর থাকবে। তাঁকে কিছুই করতে হবেনা। কেবল বসে থাকতে হবে। তবে তিনি চেয়ার ছেড়ে টানা ৮ ঘণ্টা উঠতে পারবেননা।

যদি তিনি ওই চেয়ারে ৮ ঘণ্টা টানা না উঠে বসে থাকতে পারেন, তাহলেই তিনি এই চ্যালেঞ্জে উত্তীর্ণ হবেন। আর শর্ত অনুযায়ী পেয়ে যাবেন ১ লক্ষ টাকা পুরস্কার।

বেঙ্গালুরু শহর জুড়ে এই চ্যালেঞ্জ ঘিরে শোরগোল পড়ে গেছে। স্লিপিহেড নামে একটি ব্র্যান্ড, যারা সোফা, টেবিল, আসবাব, গদি-এর মত জীবনযাপনের সঙ্গে যুক্ত জিনিস বিক্রি করে, তাদের ভ্যান এই চ্যালেঞ্জের প্রচার করে বেঙ্গালুরু শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। বহু মানুষ এই চ্যালেঞ্জের কথা জেনে চেয়ারে বসে থাকায় আকৃষ্ট হয়েছেন। প্রতিযোগিতা হবে ৫ এপ্রিল।

Share
Published by
News Desk