National

খাটে চড়ল গরু, ঘরে ঘুরছে ষাঁড়, আলমারিতে লুকোলেন মহিলা

নিজের শোওয়ার ঘরের আলমারিতে প্রায় ২ ঘণ্টা বন্দি রইলেন এক মহিলা। তাঁর ঘর তখন একটি ষাঁড় ও একটি গরুর দখলে।

Published by
News Desk

ভুল একটাই করেছিলেন তিনি। পুজোর সময় বাড়ির দরজাটা খুলে রেখেছিলেন। এই অঞ্চলে গরু এবং ষাঁড় নিজেদের মত রাস্তায় ঘোরে। রাস্তা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বাড়ির দরজা খোলা পেয়ে তারা ঢুকে পড়ে বাড়িতে।

প্রথমে একটি গরু ঢোকে। তাকে ঢুকতে দেখে একটি ষাঁড়ও ঢোকে। গরুটি এরপর সোজা হাজির হয় ওই বাড়ির কর্ত্রীর শোওয়ার ঘরে। তিনি তখন একাই ছিলেন। ঘরে গরু ঢুকেছে দেখে ভয় পেয়ে যান তিনি। ভয় আরও বাড়ে যখন দেখেন পিছনে পিছনে একটি ষাঁড়ও তাঁর শোওয়ার ঘরে ঢুকে পড়েছে।

তাঁর বিছানার ওপর চড়ে যায় গরুটি। ঘর তখন গরু ও ষাঁড়ের দখলে। প্রথমে মহিলা একটু চেষ্টা করেন ২টোকে তাড়ানোর। কিন্তু তাতে কাজ হয়নি। বরং ২টি অতিকায় চেহারার পশু তাঁর শোওয়ার ঘরে নিজেদের মত রয়েছে দেখে তিনি নিজেকে বাঁচাতে ঘরে থাকা একটি আলমারিতে ঢুকে পড়েন। সেখানেই আটকা পড়েন তিনি।

বাড়ির আর এক মহিলা এসে যখন দেখেন শোওয়ার ঘরে গরু ও ষাঁড়, তিনি পাড়া প্রতিবেশিকে খবর দেন। তাঁরা দ্রুত সেখানে হাজির হন। চেষ্টা শুরু হয় নানাভাবে গরু ও ষাঁড়কে ঘর থেকে বার করার। অনেক চেঁচামেচি করেও তাদের বার করা যায়নি।

অবশেষে এক ব্যক্তি তাঁর বাড়ির পোষা কুকুরটিকে নিয়ে আসেন। সেই কুকুর এসে চিৎকার শুরু করলে তখন বিছানা থেকে নেমে এবং ঘর ছেড়ে বেরিয়ে যায় গরু ও ষাঁড়টি। স্বস্তির নিঃশ্বাস নেন সকলে।

এদিকে গরু ও ষাঁড় তাঁর শোওয়ার ঘর থেকে বেরিয়ে গেছে দেখে প্রায় ২ ঘণ্টা আলমারিতে বন্দি দশা থেকে বেরিয়ে আসেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে ফরিদাবাদে। যে ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

Share