National

বদলাচ্ছে ভাবনা, ৩ দেশে পাড়ি দিচ্ছেন ভারতের ১০০ ধান চাষি

ভারত কৃষি প্রধান দেশ। অর্থনীতিতে কৃষকদের ভূমিকা রয়েছে। ধান চাষের সঙ্গে যুক্ত অনেক কৃষক। তাঁদেরই ১০০ জনে মিলে পাড়ি দিচ্ছেন ৩ দেশে।

Published by
News Desk

ভারতে ধান চাষের গুরুত্ব নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। যে দেশে ভাত আর রুটিই দেশের সিংহভাগ মানুষের প্রধান খাদ্য সেখানে ধানের ফলন অবশ্যই নজরে থাকে। ধান চাষের সঙ্গে যুক্ত বহু কৃষক।

তাঁরা বংশপরম্পরায় এ চাষের খুঁটিনাটি রপ্ত করেছেন। বিভিন্ন কর্মশালা ও গ্রামে গ্রামে পৌঁছে প্রশিক্ষণ শিবিরের হাত ধরে উচ্চ ফলনশীল ধানের বীজ, মিশ্র ধানের বীজ, অধিক ফলন, আবহাওয়ার সঙ্গে লড়াই করে ফলনকে বাঁচানোর শিক্ষা নিয়েছেন। কিন্তু সেখানেই কি শেখার শেষ?

এমনটা মনে করছেননা অনেক নতুন প্রজন্মের কৃষক। আধুনিক প্রযুক্তি সম্বন্ধে দরকার আরও জ্ঞান। যা ধান চাষকে আরও সহজ ও উচ্চ ফলনশীল করে তুলবে। তার জন্য কেবল দেশে চলতে থাকা নতুন প্রশিক্ষণ যথেষ্ট নয় বলেই মনে করছে তামিলনাড়ু সরকার।

তাই সরকার রাজ্যের ১০০ জন কৃষককে বেছে নিয়ে তাঁদের বিদেশে পাঠাতে চলেছেন। সেখানে গিয়ে তাঁরা ধান চাষে সেসব দেশের পদ্ধতিগত ভাবনা, নতুন প্রযুক্তির ব্যবহার ও অধিক ফলনে সেসব দেশের কৃষি পদ্ধতি খুঁটিয়ে দেখবেন, প্রশিক্ষণও নেবেন।

এজন্য যে ৩টি দেশকে বেছে নেওয়া হয়েছে সেগুলি ধান চাষে অধিক ফলন ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে দিশা দেখিয়েছে। ফলে সেসব দেশে ধানের ফলন চোখে পড়ার মত বৃদ্ধি পেয়েছে।

৩টি দেশ চিন, জাপান এবং ভিয়েতনামে এই ১০০ জন কৃষককে পাঠাতে চলেছে তামিলনাড়ু সরকার। তবে শুধুই তামিলনাড়ু সরকার বলে নয়, ধান চাষে নতুন ভাবনা ও প্রযুক্তির প্রয়োগ বাড়াতে ধানের ফলনে এগিয়ে থাকা রাজ্যগুলির সরকারকেও এমনই পথ নিতে হবে বলে মনে করেছন বিশেষজ্ঞেরা। প্রসঙ্গত ধান চাষে পশ্চিমবঙ্গও কিন্তু দেশের মানচিত্রে অন্যতম রাজ্য হিসাবে পরিগণিত হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk