National

বাড়ির সামনে থেকে ‘চপ্পল চুরি’, চোর ধরতে তদন্তে পুলিশ

Published by
News Desk

অনেকেরই অভিযোগ পুলিশের কাছে অভিযোগ নিয়ে গেলেও পুলিশ গা করেনা। অভিযোগ নিতে চায়না। কিন্তু পুলিশের সেই দুর্নাম ধুয়ে মুছে দিল থানের একটি পুলিশ স্টেশন।

থানের রক্ষেওয়াদি এলাকার বাসিন্দা বিশাল কেলকার। গত ৩ অক্টোবর তিনি পুলিশ স্টেশনে হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করতে চান। বিশালের দাবি, তিনি তাঁর ফ্ল্যাটের সামনে নতুন চটি খুলে রেখেছিলেন। কিন্তু কিছুক্ষণ পর এসে দেখেন চটি ভ্যানিস। বিশাল পুলিশের কাছে এই অভিযোগে এফআইআর দায়ের করেছেন। পুলিশও বিষয়টিকে হালকাভাবে নেয়নি। অভিযোগ যখন এসেছে তখন তার সঠিক পথেই জোড়াল তদন্ত শুরু করেছে তারা। চোরকে পাকড়াও করতে তদন্তে কোনও ফাঁক রাখছে না পুলিশ।

সামান্য চটি চুরির অভিযোগের মত আপাত তুচ্ছ কারণে পুলিশ স্টেশনে যেতেও পাঁচবার ভাবেন সাধারণ মানুষ। সেখানে বিশাল কেলকারের ঘটনা দেশের পুলিশের ভাবমূর্তিই বদলে দিল। চোর ধরা পড়বে কিনা জানা নেই। কিন্তু সাধারণ মানুষ পুলিশের কাছে যে কোনও অভিযোগ নিয়ে যাওয়ার সাহসটুকু এই ঘটনাকে সামনে রেখে পেয়ে গেলেন, এটাই বা কম কি!

Share
Published by
News Desk