National

আবিষ্কার হতেই অমূল্য দেশের ২টি পাথরের খণ্ড, সামনে লৌহযুগের প্রাচীন ইতিহাস

লৌহযুগের প্রাচীন ইতিহাস যে ২টি আপাত অবহেলিত পাথরের খণ্ডে লুকিয়ে রয়েছে সেটাই জানা ছিলনা। আবিষ্কার হতেই হইচই।

Published by
News Desk

লৌহযুগের প্রাচীন ইতিহাস ২টি পাথরের খণ্ডে লেপ্টে রয়েছে। প্রাচীন ইতিহাসের অজানা তথ্য উপহার দিল সেই ২টি পাথরের খণ্ড। এক প্রত্নতাত্ত্বিক খনন থেকে এই ২টি লৌহযুগের বিরল নিদর্শন সামনে এসেছে। আর তারপরই পাওয়া গিয়েছে বিশেষ তথ্য।

একটি বড় আকারের প্রস্তরখণ্ড, যা আদপে প্রয়াত মানুষকে স্মরণ করে লাগানো হয়েছিল মাটির ওপর। অপর একটি পাথরও ওভাবেই লাগানো ছিল। সেটি ছিল ওই প্রয়াত মানুষটির বিভিন্ন সামগ্রির একটি স্মারক। এই ২টি পাথরের খণ্ড কিন্তু একটা যুগের কথা সামনে এনে দিল।

ভারতের তেলেঙ্গানার নালগোন্ডা জেলার গুডিপল্লি নামে জায়গার কাছে এক প্রত্নতাত্ত্বিক খননের হাত ধরেই এই ২টি পাথরের আবিষ্কার কিন্তু ইতিহাসে এক অধ্যায়কে যুক্ত করেছে।

লৌহযুগের এই ২টি পাথর সে সময়কার কৃষিকাজের তথ্য দেয়। তাছাড়া তখন যেভাবে সমান্তরালভাবে পাথরের খণ্ড রাখা হত তা না করে এ ২টি ছিল উল্লম্বভাবে মাটিতে গাঁথা। যা সে সময়ে চোখে পড়ার মতন।

প্রত্নতাত্ত্বিকরা মনে করছেন পাথরটি খ্রিস্টপূর্ব ২ হাজার থেকে ১ হাজার সালের মধ্যে কোনও একটা সময়ের। এদিকে এই ২টি পাথরের খোঁজ পাওয়ার পর এখন প্রত্নতাত্ত্বিকদের কাছে এই গুডিপল্লি এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাঁরা ওই এলাকা জুড়ে আরও খনন করতে চান। তাঁদের ধারনা এখানে মাটির তলায় আরও অনেক ইতিহাস লুকিয়ে থাকতে পারে।

Share
Published by
News Desk