National

কনে ছেড়ে অন্য ৩ জনের গলায় মালা দিলেন বর, বাদ গেলেন না কনের বান্ধবীও

বর যখন একবার মালা পরাচ্ছেন, তারপর খুলে ফের অন্যের গলায় পরাচ্ছেন, তখন গোটা বিয়েবাড়িতে ছুঁচ পড়লেও আওয়াজ পাওয়া যাবে এমনই অবস্থা।

Published by
News Desk

বিয়ের লগ্ন হয়। তারমধ্যেই বিয়ের প্রয়োজনীয় রীতি পালন করতে হয়। কনের বাড়ি তৈরি থাকলেও বরের আসতে দেরি নিয়ে তারা উদ্বিগ্ন ছিল। যদিও প্রায় শেষ সময়ে এসে উপস্থিত হন বর। সঙ্গে বরযাত্রী।

কনে তৈরি হয়ে বসেন। বরেরও লগ্ন মেনে বিয়েতে বসার কথা। কিন্তু তিনি বন্ধুদের সঙ্গে আনন্দ করতেই ব্যস্ত। অবশেষে বিয়ে শুরু হয়। আসে মালাবদলের সময়। মালাবদলের সময় বর মালা হাতে তুলে সামনে দাঁড়ানো কনের গলায় পরাতে গিয়ে কনের পাশে দাঁড়ানো কনের প্রিয় বান্ধবীর গলায় পরিয়ে দেন।

এটা দেখার পর গোটা বিয়ে বাড়ির সব শব্দ নিমেষে স্তব্ধ হয়ে যায়। কি হচ্ছে তা বুঝে ওঠার আগেই দেখা যায় বর তাঁর ভুল বুঝে মালা ওই তরুণীর গলা থেকে খুলে পরিয়ে দেন তরুণীর পাশে দাঁড়ানো এক যুবকের গলায়।

ফের তিনি ভুল বুঝতে পারেন। এবার যুবকের গলা থেকেও সে মালা খুলে নেন তিনি। তারপর পরিয়ে দেন পাশে দাঁড়ানো এক বয়স্ক অতিথির গলায়।

এই পর্যন্ত দেখার পর আর স্থির থাকতে পারেননি কনে। তিনি রেগে গিয়ে থামতে বলেন। সেখান থেকে চলেও যান। ২১ বছরের ওই তরুণী সাফ জানিয়ে দেন তিনি এ বিয়ে করবেননা।

বিয়েবাড়িতে তখন চাপা অসন্তোষের পরিবেশ। পুলিশেও খবর যায়। কন্যাপক্ষ জানিয়ে দেয় কনের আপত্তি, তাই বিয়ে হচ্ছেনা। বিয়ে যায় ভেস্তে। পরে পুলিশ ২৬ বছর বয়সী ওই যুবককে আটক করে। পুলিশ এও জানায় যে ওই যুবক মত্ত অবস্থায় ছিলেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে।

Share
Published by
News Desk