National

৯ হাজার কিলোমিটার পথ পেরিয়ে সাড়ে ৫ লক্ষ ডিম পাড়ল ওরা, এবার ৫০ দিনের অপেক্ষা

ওরা আসে। তবে এবার এল প্রায় ২ বছর পর। ভারতের একটি জায়গাই ওদের পছন্দ। সেজন্য ৯ হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়। তারপর এসে ডিম পাড়ে।

Published by
News Desk

ডিম পাড়ার ক্ষেত্রে সবদিক থেকে পছন্দের জায়গা চায় যে কোনও প্রাণি। এই মানসিকতায় পিছিয়ে নেই ওরা। সেজন্য সেই প্রশান্ত মহাসাগরের কাছ থেকে ৯ হাজার কিলোমিটার সমুদ্রপথ পার করে ওরা হাজির হয় ভারতে।

পশ্চিমবঙ্গের কাছেই ওড়িশা উপকূলে এসে পৌঁছয়। তারপর সেখানেই সমুদ্রের বালুকাবেলায় ডিম পাড়ে। এই জায়গাই তাদের ডিম পাড়ার জন্য সবচেয়ে পছন্দের। তাই অলিভ রিডলে টার্টল নামে কচ্ছপদের আঁতুড়ঘর বলা হয় ভারতের ওড়িশা উপকূলকে।

বিশ্বের আর কোথাও ওরা ডিম পাড়তে যায়না। এবার এল ২ বছর পর। এবার ওরা বেছে নিয়েছে ঋষিকুল্য ও দেবী নদী যেখানে সমুদ্রে মিশছে সেই মোহনার বালুকাবেলাকে। সেখানেই তারা নিশ্চিন্তে ডিম পাড়ছে।

হিসাব বলছে এক একটি স্ত্রী অলিভ রিডলে টার্টল ১২০ থেকে ১৫০টি ডিম পাড়তে পারে। বালিতে একটু খুঁড়ে একটা ছোট গর্ত মত করে সেখানেই ডিম পাড়ে ওরা।

এবার ৪৫ থেকে ৫০ দিনের অপেক্ষা। তারপরই ওই ডিম ফুটে পৃথিবীর আলো দেখে অলিভ রিডলে টার্টল-দের নব্য প্রজন্ম। ফেব্রুয়ারি ও মার্চ হল অলিভ রিডলে টার্টলদের ডিম পাড়ার সময়।

ওরা যাতে ওড়িশার উপকূলে নিশ্চিন্তে ডিম পাড়তে পারে, সেজন্য যেখানে যেখানে অলিভ রিডলে টার্টল রা হাজির হয়েছে সেসব জায়গায় বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত হয়েছে। যাতে তাদের কেউ বিরক্ত না করে। এ বছর এখনও ৩ লক্ষ অলিভ রিডলে টার্টল এসে হাজির হয়েছে ওড়িশা উপকূলে। উদ্দেশ্য একটাই।

Share