National

‘দ্যা ওয়্যার’-এর বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করলেন জয় শাহ

Published by
News Desk

অনলাইন সংবাদমাধ্যম ‘দ্যা ওয়্যার’। এখানেই গত রবিবার একটি খবর প্রকাশিত হয়। যেখানে দাবি করা হয় বিজেপি ২০১৪ সালে ক্ষমতায় আসার পর সভাপতি অমিত শাহের ছেলে জয় শাহের সংস্থার ২০১৫-১৬ অর্থবর্ষে বার্ষিক আয় তার আগের বছরের বার্ষিক আয়ের তুলনায় ১৬ হাজার গুণ বৃদ্ধি পায়। এই প্রতিবেদন সামনে আসতেই দেশ জুড়ে হৈচৈ শুরু হয়। বিরোধীরা একযোগে বিজেপিকে আক্রমণের নিশানা করে নেয়। যদিও পাল্টা বিজেপির তরফেও দাবি করা হয় প্রতিবেদনে যা দাবি করা হয়েছে তা সাজানো। জয় শাহ যে ব্যবসা করেছেন তা আইন মেনেই করেছেন। কোনও বিশেষ সুবিধা তাঁকে পাইয়ে দেওয়া হয়নি।

সেইদিনই জয় শাহ অনলাইন সংবাদমাধ্যম ‘দ্যা ওয়্যার’-এর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দেন। সোমবার সেটাই করে ফেললেন তিনি। অনলাইন সংবাদমাধ্যম ‘দ্যা ওয়্যার’-এর ৭ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা দায়ের করলেন জয় শাহ।

Share
Published by
News Desk