National

৩ হাজার বছর পুরনো সভ্যতার খোঁজ মিলল কলকাতা থেকে কিছুটা দূরে

বিশেষজ্ঞেরা যাবতীয় নিদর্শন পরীক্ষার পর নিশ্চিত যে এ সভ্যতার বয়স আড়াই হাজার থেকে ৩ হাজার বছর। নিদর্শনগুলি পাওয়া গিয়েছে ধাপে ধাপে।

Published by
News Desk

মাটি খুঁড়ে নানা নিদর্শন মিলেছে একটি এলাকা জুড়ে। তা মিলেছে ধীরে ধীরে। সময়ের সাথে সাথে। কখনও পুকুর খনন করতে গিয়ে, কখনও কুয়ো খুঁড়তে গিয়ে, কখনও কোনও ভিত নির্মাণ করার জন্য খোঁড়ার সময়।

এভাবে নানা সময়ে মাটির তলা থেকে উঠে এসেছে নানা নিদর্শন। সম্প্রতি সেখানে হাজির হয়েছিলেন নিউ ইয়র্কের হ্যামিল্টন কলেজের ইতিহাস বিভাগের এশিয়ান স্টাডিজ বিভাগের প্রধান অভিষেক সিং অমর।

তিনি এখানকার বিভিন্ন জায়গা ঘুরে জানিয়েছেন এখানে যা পাওয়া গিয়েছে তাতে এটা পরিস্কার যে একটা সময় এই স্থান ছিল অত্যন্ত সমৃদ্ধ একটি এলাকা। যার বয়স আড়াই থেকে ৩ হাজার বছর। এখানে যেগুলি পাওয়া গিয়েছে তার অনেকগুলিই কালো চকচকে পাথরের তৈরি।

ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার চৌপারণ ব্লকের দাইহার, সোহরা, মাঙ্গর, হাথিন্দর গ্রামের নানা জায়গা খুঁড়ে এসব পাওয়া গিয়েছে। প্রত্নতাত্ত্বিকরা নিশ্চিত যে এখানে আরও বড় অঞ্চল জুড়ে খনন করা গেলে আরও অনেক নিদর্শন পাওয়া যাবে। যা এই এলাকার ইতিহাস, বয়স এবং সমৃদ্ধি ও গুরুত্ব সম্বন্ধে অনেক তথ্য দিতে পারে।

ইতিমধ্যেই এখানে মাটির তলা থেকে একটি বড় মাতৃমূর্তি পাওয়া গিয়েছে। স্থানীয়রা তা দেখার পর নিশ্চিত করেছেন যে তা দেবী কমলার মূর্তির। পাশাপাশি গৌতম বুদ্ধের একটি মূর্তিও পাওয়া গিয়েছে এখানে।

হাথিন্দর গ্রামে পাওয়া গিয়েছে টেরাকোটার কারুকার্য করা কুয়ো। কলকাতা থেকে হাজারিবাগ খুব দূরে নয়। সেই অঞ্চলে এত পুরনো সভ্যতার নিদর্শন পাওয়া অবশ্যই বেশ চমকপ্রদ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk