কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে ভারতের গ্রাম, প্রতীকী ছবি
দীর্ঘ রোগভোগের পর ৮৫ বছর বয়সে পরলোকগমন করেন এক বৃদ্ধ। শেষজীবনে তিনি তাঁর ছোট ছেলে দামোদরের কাছেই থাকতেন। তিনিই বাবার দেখাশোনা করতেন। বাবা চলে যাওয়ার পর স্বভাবতই খবর যায় বড় ছেলে কিষণের কাছে। তিনি ওই গ্রামে এসে হাজির হন।
পরিবার নিয়ে ছোটভাই দামোদরের বাড়িতে হাজির হন কিষণ। বাবার সৎকার যে তিনিই করবেন তা সেখানে পৌঁছে জানিয়ে দেন কিষণ।
এটাও জানান যে তিনি বড়ছেলে। তাই তাঁরই সৎকার করা উচিত। বেঁকে বসেন দামোদর। তিনি জানান বাবা তাঁর কাছেই থাকতেন। তিনি জানিয়েও গেছেন দামোদরই যেন তাঁর সৎকার করেন।
বাবার শেষকৃত্য কে করবেন তা নিয়ে ২ ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। এরপরই কিষণ প্রস্তাব দেন একটা কাজ করা যাক, বাবার দেহ ২ ভাগে টুকরো করে নেওয়া হোক। তারপর একটি টুকরো তিনি এবং একটি টুকরো তাঁর ভাই সৎকার করুন।
এটা শোনার পর কার্যত হতবাক হয়ে যান আত্মীয় পরিজন থেকে প্রতিবেশি সকলেই। মধ্যপ্রদেশের টিকমগড় জেলার তাল লিধোরা গ্রামে ৮৫ বছরের বৃদ্ধ ধ্যানি সিং ঘোষের দেহ ২ ভাগ করার প্রস্তাব জানার পর গ্রামবাসীরা আর সময় নষ্ট না করে পুলিশে খবর দেন। পুলিশও খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয়।
পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে। আত্মীয় পরিজনের সঙ্গেও আলোচনা করে। অবশেষে স্থির হয় দামোদর সিংই বাবার শেষকৃত্য করবেন। আর শেষকৃত্যের বিষয়টি তদারকি করবেন কিষণ সিং। পুলিশের এই সিদ্ধান্তের পর অবশ্য ২ ভাই আর বাবার দেহ ২ টুকরো করার কথা মাথায় আনেননি।
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…