National

বাবার দেহ ২ ভাগ করার দাবি, ২ ভাইয়ের অবিশ্বাস্য প্রস্তাবে বাকরুদ্ধ আত্মীয় প্রতিবেশি

বাবা ইহলোক ত্যাগ করেছেন। তাঁর সৎকার হবে। কে করবে বাবার সৎকার। এই নিয়ে ২ ভাইয়ের মধ্যে ঝগড়া। সমস্যা মেটাতে বাবার দেহ ২ ভাগ করার দাবি।

Published by
News Desk

দীর্ঘ রোগভোগের পর ৮৫ বছর বয়সে পরলোকগমন করেন এক বৃদ্ধ। শেষজীবনে তিনি তাঁর ছোট ছেলে দামোদরের কাছেই থাকতেন। তিনিই বাবার দেখাশোনা করতেন। বাবা চলে যাওয়ার পর স্বভাবতই খবর যায় বড় ছেলে কিষণের কাছে। তিনি ওই গ্রামে এসে হাজির হন।

পরিবার নিয়ে ছোটভাই দামোদরের বাড়িতে হাজির হন কিষণ। বাবার সৎকার যে তিনিই করবেন তা সেখানে পৌঁছে জানিয়ে দেন কিষণ।

এটাও জানান যে তিনি বড়ছেলে। তাই তাঁরই সৎকার করা উচিত। বেঁকে বসেন দামোদর। তিনি জানান বাবা তাঁর কাছেই থাকতেন। তিনি জানিয়েও গেছেন দামোদরই যেন তাঁর সৎকার করেন।

বাবার শেষকৃত্য কে করবেন তা নিয়ে ২ ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। এরপরই কিষণ প্রস্তাব দেন একটা কাজ করা যাক, বাবার দেহ ২ ভাগে টুকরো করে নেওয়া হোক। তারপর একটি টুকরো তিনি এবং একটি টুকরো তাঁর ভাই সৎকার করুন।

এটা শোনার পর কার্যত হতবাক হয়ে যান আত্মীয় পরিজন থেকে প্রতিবেশি সকলেই। মধ্যপ্রদেশের টিকমগড় জেলার তাল লিধোরা গ্রামে ৮৫ বছরের বৃদ্ধ ধ্যানি সিং ঘোষের দেহ ২ ভাগ করার প্রস্তাব জানার পর গ্রামবাসীরা আর সময় নষ্ট না করে পুলিশে খবর দেন। পুলিশও খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয়।

পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে। আত্মীয় পরিজনের সঙ্গেও আলোচনা করে। অবশেষে স্থির হয় দামোদর সিংই বাবার শেষকৃত্য করবেন। আর শেষকৃত্যের বিষয়টি তদারকি করবেন কিষণ সিং। পুলিশের এই সিদ্ধান্তের পর অবশ্য ২ ভাই আর বাবার দেহ ২ টুকরো করার কথা মাথায় আনেননি।

Share
Published by
News Desk