National

সিঁদুর পরিয়ে একে অপরকে বিয়ে করলেন ২ বিবাহিতা মহিলা

বিয়ের রীতিনীতিতে ফাঁক রাখতে চাননি তাঁরা। ২ জনের স্বামী থাকতেও তাঁরা ২ জনে বিয়ে করলেন একে অপরকে। এমন ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে।

Published by
News Desk

তাঁদের ২ জনেরই বিয়ে হয়েছিল। ২ জনেই নিজের নিজের সংসার সামলাচ্ছিলেন। কিন্তু একটি বিষয় তাঁদের এক অপরের কাছে এনে দিয়েছে। অন্তত তাঁরা তাই দাবি করেছেন।

২ মহিলার দাবি, তাঁরা বিবাহিত জীবনে চরম যন্ত্রণায় শিকার। তাঁদের ২ জনেরই স্বামী মদ্যপ। সারাদিনই প্রায় ডুবে থাকেন মদে। সেখানেই শেষ নয়। মদ্যপ অবস্থায় তাঁদের ওপর অত্যাচারও করেন স্বামীরা।

এসব আর সহ্য হচ্ছিল না। তাই তাঁরা স্থির করেন স্বামীদের থেকে নিষ্কৃতি পেতে আর সুখ শান্তির জীবন অতিবাহিত করতে বিয়ে করবেন। অন্য কাউকে নয়। একে অপরকে বিয়ে করবেন বলে স্থির করেন কবিতা ও গুঞ্জা।

গুঞ্জা ওরফে বাবলুই কবিতার মাথায় সিঁদুর পরিয়ে দেন। তাঁরা ২ জনেই উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা। দেওরিয়ার কাছে ছোটি কাশী বলে পরিচিত স্থানে যে শিবমন্দির রয়েছে সেখানেই মালাবদল করে, সিঁদুর পরিয়ে হয় ২ বিবাহিতা নারীর বিয়ে।

২ জনই একে অপরকে বিয়ে করে খুশি। তাঁরা চান আগামী দিনগুলো তাঁদের সুখে শান্তিতে কাটুক। এই মহিলারা যে পড়শি ছিলেন এমনটা নয়। ২ জনের আলাপ সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকে কাছাকাছি আসা। অবশেষে বিয়ে করলেন ২ জনে।

বিয়ের পর এখন গোরক্ষপুরেই থেকে কাজ করতে চান তাঁরা। জীবনধারণের জন্য প্রয়োজনীয় অর্থ রোজগারের দায়িত্ব ২ জনই কাঁধে তুলে নিয়েছেন। দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশ হওয়ার পর জন মানসে মিশ্র প্রতিক্রিয়াই নজরে পড়েছে।

Share
Published by
News Desk