National

বাবাকে নিয়ে পাঁচতারা হোটেলে ছেলে, কেন ওই হোটেলেই, জেনে চোখে জল অনেকের

বাবাকে হোটেলে খেতে নিয়ে গেলেন ছেলে। এরমধ্যে কোনও নতুনত্ব তো নেই। কিন্তু এ ঘটনা সামনে আসতে অনেকের চোখই জলে ভরে গেল।

Published by
News Desk

ছেলে বড় হলে, রোজগেরে হলে তিনি বাবা মাকে নিয়ে একটা হোটেলে খেতে যেতেই পারেন। এরমধ্যে কোনও বিশেষত্ব নেই। কিন্তু এক ছেলের বাবাকে নিয়ে একটি পাঁচতারা হোটেলে খেতে যাওয়া, বাবাকে সেই হোটেলের অতিথি করে নিয়ে যাওয়া সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সামনে আসার পর অনেকের চোখেই জল এসে গেছে। তার কারণও রয়েছে।

দিল্লির আইটিসি মৌর্য রাজধানীর এক অন্যতম বিলাসবহুল হোটেল। সেই হোটেলেই ২৫ বছর আগে কাজ করতেন এক ব্যক্তি। দ্বাররক্ষীর কাজ করতেন তিনি।

সেই হোটেলেই ২৫ বছর পর তিনি ছেলের হাত ধরে খেতে গেলেন। আইটিসি মৌর্য হোটেলের বর্ধিষ্ণু বুখারা রেস্তোরাঁয় তিনি টেবিলে বসে খাওয়াদাওয়া করলেন।

যে হোটেলে দ্বাররক্ষীর কাজ করতেন বাবা, সেই হোটেলেই তাঁকে অতিথি করে খেতে নিয়ে গেলেন ছেলে। সেখানে বাবাকে ভূরিভোজ খাইয়ে তৃপ্ত ছেলে। তৃপ্ত বাবাও। যে ছবি সামনে এসেছে তাতে তাঁর মুখে সেই তৃপ্তি ও আনন্দের ছাপ স্পষ্ট।

১৯৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত ওই হোটেলেই রক্ষীর কাজ করেছেন যে মানুষটি তাঁর পক্ষে ওই বিলাসবহুল পাঁচতারা হোটেলে খেতে যাওয়ার সামর্থ্য না থাকারই কথা। কিন্তু ছেলের হাত ধরে সেই হোটেলেই অতিথি হয়ে হাজির হতে পারলেন তিনি।

যাঁরাই এই কাহিনি জেনেছেন তাঁদের অনেকের চোখই জলে ভরেছে। বাবা মায়ের প্রতি সন্তানের এই অসামান্য আচরণ সকলকেই মুগ্ধ করেছে।

Share
Published by
News Desk