বাবা মায়ের সঙ্গে আরিয়ান, ছবি – সৌজন্যে – এক্স – @desiastronomer
ছেলে বড় হলে, রোজগেরে হলে তিনি বাবা মাকে নিয়ে একটা হোটেলে খেতে যেতেই পারেন। এরমধ্যে কোনও বিশেষত্ব নেই। কিন্তু এক ছেলের বাবাকে নিয়ে একটি পাঁচতারা হোটেলে খেতে যাওয়া, বাবাকে সেই হোটেলের অতিথি করে নিয়ে যাওয়া সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সামনে আসার পর অনেকের চোখেই জল এসে গেছে। তার কারণও রয়েছে।
দিল্লির আইটিসি মৌর্য রাজধানীর এক অন্যতম বিলাসবহুল হোটেল। সেই হোটেলেই ২৫ বছর আগে কাজ করতেন এক ব্যক্তি। দ্বাররক্ষীর কাজ করতেন তিনি।
সেই হোটেলেই ২৫ বছর পর তিনি ছেলের হাত ধরে খেতে গেলেন। আইটিসি মৌর্য হোটেলের বর্ধিষ্ণু বুখারা রেস্তোরাঁয় তিনি টেবিলে বসে খাওয়াদাওয়া করলেন।
যে হোটেলে দ্বাররক্ষীর কাজ করতেন বাবা, সেই হোটেলেই তাঁকে অতিথি করে খেতে নিয়ে গেলেন ছেলে। সেখানে বাবাকে ভূরিভোজ খাইয়ে তৃপ্ত ছেলে। তৃপ্ত বাবাও। যে ছবি সামনে এসেছে তাতে তাঁর মুখে সেই তৃপ্তি ও আনন্দের ছাপ স্পষ্ট।
১৯৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত ওই হোটেলেই রক্ষীর কাজ করেছেন যে মানুষটি তাঁর পক্ষে ওই বিলাসবহুল পাঁচতারা হোটেলে খেতে যাওয়ার সামর্থ্য না থাকারই কথা। কিন্তু ছেলের হাত ধরে সেই হোটেলেই অতিথি হয়ে হাজির হতে পারলেন তিনি।
যাঁরাই এই কাহিনি জেনেছেন তাঁদের অনেকের চোখই জলে ভরেছে। বাবা মায়ের প্রতি সন্তানের এই অসামান্য আচরণ সকলকেই মুগ্ধ করেছে।
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…