National

ফসল বাঁচাতে মাঠ পাহারা দিচ্ছে ভাল্লুক, দোপেয়ে ভাল্লুক দেখে পালাচ্ছে বানররা

ফসল পাহারা দিতে হবে। রক্ষা করতে হবে বানরের উৎপাত সহ অন্যান্য পশুপাখি থেকে। এজন্য মাঠে ভাল্লুক দিয়ে পাহারা শুরু হল। দোপেয়ে ভাল্লুক দেখতে ভিড়ও জমছে।

Published by
News Desk

মাঠে ফসল পেকে এসেছে। ফলেছে ছোলা, সরষের মত শীতের ফসল। যা ঘরে তুলতে এখনও কিছুটা সময় বাকি। কিন্তু তার আগেই ক্ষেতে প্রবেশ করে তছনছ করছে বানররা। ফসল নষ্ট করছে। ছিঁড়ে খেয়ে নিচ্ছে। এদিক ওদিক ছড়িয়ে দিচ্ছে।

অনেক পরিশ্রম ও অর্থব্যয়ে এই ফসল বাঁচানো এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে কৃষকদের কাছে। বানরদের উৎপাতে কার্যত রাতের ঘুম উড়েছে সকলের।

ফসল বাঁচাতে তাই এখন ভরসা পাহারা। কিন্তু কৃষকরা নিজেরা থেকেও বানরদের ঠেকানো যাচ্ছেনা। তারা মাঠে তছনছ চালাচ্ছেই। কাকতাড়ুয়া থাকায় পাখির উপদ্রব কম।

কিন্তু তা দিয়ে বানরদের ঠেকানো যায়না। তাই এবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার কয়েকটি গ্রামের কৃষক অন্য পথ নিলেন। বানর ঠেকাতে এবার মাঠে ভাল্লুক আনলেন তাঁরা। তবে জঙ্গল থেকে সত্যিকারের ভাল্লুক নয়।

কিন্তু ভাল্লুক আসল না নকল তা তো আর বানররা জানেনা। ভাল্লুক দেখলে তারা ধারেকাছেও ঘেঁষবে না। তাই ভাল্লুকের পোশাক পরে এবার পালা করে মাঠে পাহারা দিচ্ছেন কৃষকরাই।

ভাল্লুক সেজে ঘুরে বেড়াচ্ছেন মাঠ জুড়ে। তবে ভাল্লুকের মত ৪ পায়ে নয়, ২ পায়েই হাঁটছেন। এতে কাজও হয়েছে। বানররা ভাল্লুক দেখে আর ধারেকাছেও ঘেঁষছে না। যদিও যারা ঘুরছে তারা ভাল্লুক নয়, জানলে ফের বানররা তাদের নিজ রূপে ফিরবে কিনা তা কারও জানা নেই।

Share
Published by
News Desk