National

মাত্র কয়েক দিনে টাক পড়ে গেল একাধিক গ্রামের বাসিন্দাদের, ক্রমে বাড়ছে সংখ্যা

১ বা ২ জন নন, গ্রামের পর গ্রামের বাসিন্দাদের টাক পড়ে যাচ্ছে। প্রায় সব চুল পড়ে যাচ্ছে। তাও মাত্র কয়েকদিনে। সংখ্যা বেড়েই চলেছে।

Published by
News Desk

কয়েকদিন আগেও এমন কিছুই ছিলনা। যাঁর মাথায় যেমন চুল ছিল তাই নিয়েই দিব্যি দিন কাটছিল। কিন্তু মাত্র কয়েকদিনে অজানা আতঙ্ক পেয়ে বসেছে মহারাষ্ট্রের বুলধানা জেলার কয়েকটি গ্রামে।

প্রথমে শুরু হয়েছিল ৩টি গ্রাম দিয়ে। বুন্দগাঁও, কালওয়াড় এবং হিঙ্গনা গ্রামের বাসিন্দাদের, সে নারী পুরুষ বা ছোট বড় বৃদ্ধ নির্বিশেষে সকলের চুল পড়ে যেতে থাকে। একের পর এক মানুষ কয়েকদিনের ব্যবধানে মাথার প্রায় সব চুল হারাতে থাকেন। এক আধ জন নয়।

গ্রামের পর গ্রামের মানুষের টাক পড়ে চলেছে। বিষয়টি স্বাস্থ্য আধিকারিকদের নজরে আসার পর তাঁরা যতক্ষণে নড়ে বসেছেন, তার আগেই আরও প্রায় ৫টি গ্রামের মানুষ একই পরিস্থিতির শিকার হয়েছেন।

মাত্র কয়েকদিনের ব্যবধানে এমন কি হল যে গ্রামের প্রায় সবার মাথায় টাক পড়ে গেল। হাত দিলে চুল হাতে উঠে আসছে বাসিন্দাদের। সংখ্যাটা বেড়েই চলেছে।

ইতিমধ্যেই ওই গ্রামগুলি সহ আশপাশের সব জল পরীক্ষা করা শুরু করেছে স্বাস্থ্য দফতর। স্থানীয়দের ওই জল ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।

জল কিছুটা খারাপ বটে, তবে তার জন্য এমন মহামারির মত চুল উঠতে শুরু করবে, তাও আবার এত কম সময়ে এটাই এখন ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।

বিষয়টি এখন রীতিমত আতঙ্কের কারণ হয়ে উঠেছে এলাকা জুড়ে। আশপাশের অন্য গ্রামের মানুষজনও সিঁদুরে মেঘ দেখছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছে প্রশাসন ও স্বাস্থ্য দফতর।

Share
Published by
News Desk