National

প্রয়াত ঘোষিত হওয়া বৃদ্ধের জীবন ফেরাল রাস্তার বাম্প

তিনি প্রয়াত হয়েছেন। এটাই জানিয়ে দিয়েছিলেন চিকিৎসকেরা। ফলে পরিবারে কান্নার রোল পড়ে। শেষবারের মত তাঁকে বাড়ি আনা হচ্ছিল। তখনই ঘটল বিস্ময়কর ঘটনা।

Published by
News Desk

অসুস্থ হয়ে পড়ায় এক বৃদ্ধকে তড়িঘড়ি একটি হাসপাতালে নিয়ে যান তাঁর পরিজনেরা। সেখানে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষার পর জানিয়ে দেন হৃদযন্ত্র বিকল হয়ে জীবনাবসান হয়েছে তাঁর। পরিবারের একজনকে হারানোর কথা জেনে পরিবারে কান্নার রোল পড়ে যায়।

শেষবারের মত ওই ব্যক্তির দেহ বাড়ি নিয়ে আসা হচ্ছিল। স্থির করা হয়েছিল সেখান থেকে তাঁকে শ্মশানে নিয়ে যাওয়া হবে। বাড়ি আনা হচ্ছিল অ্যাম্বুলেন্সে করে।

রাস্তায় অ্যাম্বুলেন্সটি একটি স্পিড ব্রেকারের জন্য বড় ধরনের ঝাঁকুনি খায়। এমনটা তো রাস্তায় হয়ে থাকে। কিন্তু সেই স্পিড ব্রেকারের জন্য ঝাঁকুনির পর প্রয়াত ঘোষিত ওই ব্যক্তির স্ত্রী লক্ষ্য করেন তাঁর স্বামীর আঙুল নড়ছে।

বিষয়টি নজরে আসতেই তাঁরা দ্রুত অ্যাম্বুলেন্সের মুখ ঘুরিয়ে অন্য একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে ওই ব্যক্তির চিকিৎসা শুরু হয়। হৃদযন্ত্রের পরীক্ষা হয়। প্রায় ২ সপ্তাহ হাসপাতালে থাকার পর অবশেষে তিনি হেঁটে বাড়ি ফিরে এলেন।

কদিন আগেও যাঁকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিল তিনি এখন বাড়িতে বসে দিব্যি সুন্দর সময় কাটাচ্ছেন। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কোলাপুর জেলায়।

একটা স্পিড ব্রেকার কার্যত প্রাণ ফিরিয়ে দিল ওই ব্যক্তির। ঝাঁকুনির ফলেই হয়তো তাঁর হৃদযন্ত্র ফের সচল হয়ে যায় বলে মনে করা হচ্ছে। তবে যাই হোক এমন ঘটনা নাড়িয়ে দিয়েছে অনেককে।

এর আগেও হাসপাতালে ঘোষিত প্রয়াত ব্যক্তি প্রাণ ফিরে পেয়েছেন বিস্ময়কর ভাবে এমন ঘটনা ঘটতে দেখা গিয়েছে। অতি বিরল তেমনই আরও এক ঘটনা হয়ে রইল কোলাপুরের এই রক্ষা।

Share
Published by
News Desk