তারশয্যা, ছবি - আইএএনএস
রাস্তার ধারে ইলেকট্রিক পোল তো সকলেই দেখেছেন। সেই পোলে চড়ে উপরে উঠে গেলে পৌঁছে যাওয়া যায় ওভারহেড ইলেকট্রিক তারের কাছে। যে তার দিয়ে হাই-টেনশন বিদ্যুৎ প্রবাহিত হয়। যা ছোঁয়া মানে নিশ্চিত জীবন হারানো।
কিন্তু একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ার পর অনেকেই অবাক। সকলের একটাই প্রশ্ন এরপরেও বাঁচল কীভাবে? ঘটনার সূত্রপাত এক যুবক ও তাঁর মায়ের ঝগড়া দিয়ে।
মা যে সামাজিক সুরক্ষা পেনশন পান সেই টাকা ছেলের চাই। এই নিয়ে মায়ের ওপর চাপ দিচ্ছিলেন ওই যুবক। তাঁর মাও ওই টাকা তাঁকে কিছুতেই দেবেন না বলে জানিয়ে দেন।
যুবক এমনিতেই মদ্যপ অবস্থায় ছিলেন। তার ওপর মায়ের সঙ্গে ঝগড়া হওয়ার পর তিনি সোজা হাঁটা দেন ইলেকট্রিক পোলের দিকে। তারপর তরতর করে উঠে যান পোলের মাথায়। সেখানে জালের মত ছড়ানো রয়েছে বৈদ্যুতিক তার। যা ছোঁয়া মানেই নিশ্চিত জীবনাবসান।
ওই যুবক কিন্তু সেসব ভ্রুক্ষেপ না করে ওই জালের মত ছড়িয়ে থাকা ঝুলন্ত বিদ্যুতের তারকে বিছানা বানিয়ে তার ওপর গিয়ে শুয়ে পড়েন। তিনি যখন ইলেকট্রিক পোলে উঠতে শুরু করেন তখনই গ্রামের মানুষজন বিপদ আঁচ করে আগে গিয়ে ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিলেন।
তাই ইলেকট্রিকের তারের জালের ওপর শুলেও যুবকের কোনও বিপদ হয়নি। পরে তাঁকে অনেক অনুরোধ করার পর তিনি নেমে আসেন। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পার্বতীপুরম মানয়ম জেলার সিঙ্গিপুরম গ্রামে।