National

বিনুনি চোরের আতঙ্কে সিঁটিয়ে উপত্যকার অলিগলি!

Published by
News Desk

সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদী শক্তি। এসব শব্দ জম্মু কাশ্মীরের সঙ্গে কেমন যেন জড়িয়ে গিয়েছে। নিত্য দিনের খবরে এসব শব্দের উপস্থিতি। কিন্তু এরমধ্যেই উপত্যকায় এখন অন্য আতঙ্ক মাথাচাড়া দিয়েছে। কে বা কারা যেন আচমকাই মহিলাদের বিনুনি কেটে মুহুর্তে ভ্যানিস হয়ে যাচ্ছে! শেষ কয়েক দিনে প্রায় ৪০ জন মহিলার ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে। এঁদের মধ্যে কেউ কিশোরী, কেউ তরুণী, কেউবা মধ্য বয়স্কা। ঘটনাটা ঘটছে শিকার হওয়া মহিলাদের বাড়ির আশপাশেই। সকালেও ঘটছে, সন্ধেতেও ঘটছে। কিন্তু এত দ্রুত পুরো ঘটনা ঘটছে যে মহিলা দুষ্কৃতীর মুখ বা চেহারা দেখার সুযোগটুকুও পাচ্ছেন না। এদিকে লোকলজ্জার ভয়ে এই ঘটনার কোনও অভিযোগ তাঁরা থানায় জমাও করছেন না। ফলে পুলিশও তদন্ত এগোতে পারছে না। আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে যাকে তাকে বিনুনি চোর সন্দেহে মারধর করে ফেলছেন স্থানীয় বাসিন্দারা।

সূত্রের খবর, ইতিমধ্যেই অনন্তনাগে আবদুল সালাম ওয়ানি নামে এক ৭০ বছরের বৃদ্ধ বিনুনি চোর সন্দেহে মারধরের শিকার হয়েছেন। নিসাত এলাকায় ২ ব্যক্তি স্থানীয় মানুষের হাতে নিছক সন্দেহের বশে মার খেয়েছেন। প্রেমিকার সঙ্গে লুকিয়ে দেখা করতে গিয়ে আশপাশের লোকজনের হাতে মারধরের শিকার হয়েছেন এক যুবক। কিন্তু এখনও কালপ্রিটের টিকি ছুঁতে পারেননি কেউ। ফলে আতঙ্ক ঘুরে বেড়াচ্ছে উপত্যকার রাস্তায়, ঘাটে, অলিগলিতে। মহিলারা খোলা মাথায় বাইরে বার হতেও শিউরে উঠছেন। এই বুঝি কেউ ঝুপ করে উদয় হয়ে টুপ করে কেটে নিয়ে গেল তাঁর সাধের বিনুনি!

Share
Published by
News Desk