National

বন্দুকের নলের ডগায় স্বামীর সামনে মহিলাকে গণধর্ষণ

Published by
News Desk

উত্তরপ্রদেশের মুজফফরনগরের নিরগজনী গ্রাম। এখানেই স্বামীর সঙ্গে মোটরবাইকে ফিরছিলেন ২৫ বছরের এক তরুণী গৃহবধূ। সঙ্গে ছিল তাঁদের ৪ মাসের সন্তান। অভিযোগ গ্রামের ধারেই তাঁদের পথ আটকায় একটি গাড়ি। গাড়ি থেকে নেমে আসে ৪ জন। তারপর ওই তরুণীকে বাইক থেকে টেনে হিঁচড়ে নামিয়ে নিয়ে যায় পাশের আখ খেতে। সেখানেই ৪ জন মিলে তাঁকে ধর্ষণ করে।

বাধা দিলে তাঁর শিশুসন্তানকে খুন করার ভয় দেখায় তারা। মারধর করে গাছের সঙ্গে পিছমোড়া করে বেঁধে রাখা হয় তাঁর স্বামীকেও। তারপর তাঁর সামনেই গণধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু এখনও অভিযুক্তদের কাউকে গ্রেফতার করতে পারেনি তারা।

Share
Published by
News Desk