National

বরকে আড়াই কোটি নগদ, গাড়ির জন্য ৭৫ লক্ষ, জুতো চুরির জন্য বরাদ্দ ১১ লক্ষ

এমন এক বিয়ে যেখানে বরকে দেওয়া হল নগদ আড়াই কোটি টাকা। সঙ্গে ৭৫ লক্ষ টাকা গাড়ির জন্য। জুতো চুরি রীতির জন্য বরাদ্দ হল ১১ লক্ষ টাকা।

Published by
News Desk

একটি বিয়ের ছবি দেশজুড়ে হইচই ফেলে দিয়েছে। ইন্টারনেটে তা ছড়িয়ে পড়ার পর তা আগুনের মত ছড়ায়। যেখানে দেখা গেছে একটি বিয়ের অনুষ্ঠানে পাত্রপক্ষ ও কনেপক্ষ একসঙ্গে এক জায়গায় জড়ো হয়ে বিপুল অঙ্কের টাকার লেনদেন করছে।

যেখানে দেখা গেছে বরকে নগদ আড়াই কোটি টাকা দিচ্ছে কনেপক্ষ। কয়েকটি সুটকেস ভরে টাকা দেওয়া হল বলেই মনে হয়েছে। যা আবার ঘোষণার মত করে একজন বলে চলছিলেন।

সেই সঙ্গে ৭৫ লক্ষ টাকা দেওয়া হয় বরকে গাড়ির জন্য। এক মুসলিম পরিবারের বিয়ের এই অনুষ্ঠান উত্তরপ্রদেশের মেরঠের বলে জানা যাচ্ছে।

বিয়েতে মজার ছলে নানা রীতি পালিত হয়। তার একটি অবশ্যই জুতো চুরি। বরের জুতো চুরি করার পর কনেপক্ষের তরুণ প্রজন্ম এবং মূলত মহিলারা বরের কাছে জুতো ফেরত দেওয়ার জন্য টাকা চান। এটা একটা মজার অংশ।

জুতো ফেরত পেতে তখন বরকে টাকা দিতেও হয়। সেই জুতো চুরি বাবদ এ বিয়েতে দেওয়া হল ১১ লক্ষ টাকা। এছাড়া ধর্মস্থানে দান করা হল ৮ লক্ষ টাকা। যিনি বিয়ে করালেন তাঁকে দেওয়া হল ১১ লক্ষ টাকা।

এই বিপুল অঙ্কের অর্থের আদানপ্রদানের ছবি যে এভাবে ছড়িয়ে পড়তে পারে তা হয়তো ভাবতে পারেনি বর ও কনেপক্ষ। বিষয়টি সামনে আসার পর ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে এই অর্থাড়ম্বরপূর্ণ বিয়ে।

Share
Published by
News Desk