National

শশীকলার ৫ দিনের প্যারোল মঞ্জুর, যাচ্ছেন চেন্নাই

Published by
News Desk

চলতি সপ্তাহের শুরুতেই প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছিলেন তিনি। কিন্তু কাগজপত্রের কাজ সম্পূর্ণ না হওয়ায় তখন তাঁর প্যারোল মঞ্জুর হয়নি। এদিন হল। শুক্রবার ৫ দিনের প্যারোলে বেঙ্গালুরুর কারাগার থেকে মুক্তি মিলছে দুর্নীতির দায়ে কারাবন্দি এডিএমকে নেত্রী এম শশীকলার। স্বামী এম নটরাজন অসুস্থ অবস্থায় চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি। তাঁকে দেখতেই প্যারোলের আবেদন করেছিলেন শশীকলা। তা মঞ্জুর হওয়ায় ৮ মাস পর কারাগার থেকে ৫ দিনের জন্য মুক্তি মিলতে চলেছে তাঁর। তবে শর্ত আছে।

প্যারোলে মুক্ত থাকাকালীন তিনি কোনও রাজনৈতিক কার্যকলাপে যুক্ত হতে পারবেন না। কোনও রাজনৈতিক বক্তব্য রাখতে পারবেন না। সংবাদ মাধ্যমের সঙ্গে কথাও বলতে পারবেন না। চেন্নাইয়ের হাসপাতালে স্বামীকে দেখতে যেতে পারবেন। থাকবেন তাঁর সঙ্গে একই অপরাধে দোষী সাব্যস্ত বোনের বাড়িতে।

Share
Published by
News Desk