National

ওজন দেড় হাজার কেজি, দাম ২৩ কোটি, এ মোষের খাবার তালিকাও অসাধারণ

একটা মোষের ওজন দেড় হাজার কেজি। এত বড় মোষ ভূভারতে আর নেই। তার দাম উঠল ২৩ কোটি টাকা। তাও বিক্রিতে অরাজি মোষের মালিক।

Published by
News Desk

প্রাণি হিসাবে মোষ ঠিকই। তবে তাকে মোষ কেউ বলেনা। বলে আনমোল। ওটা তার নাম। ৮ বছর বয়সী আনমোলের চেহারাই তার সম্পদ। এমন অপূর্ব চেহারার হৃষ্টপুষ্ট মহিষ ভারতে আর একটিও নেই।

সবে শেষ হওয়া রাজস্থানের পুষ্কর মেলায় আনমোল ছিল কার্যত মহাতারকা। কোনও চিত্রতারকার চেয়ে কম ছিলনা মানুষের কাছে তার আকর্ষণ। হবে নাই বা কেন! হরিয়ানার এই মহিষের ওজন দেড় হাজার কেজির ওপর। লম্বায় ৫ ফুট ৮ ইঞ্চি আর চওড়ায় ১৩ ফুট।

আনমোল বড় হয়েছে হরিয়ানার এক দুধ ব্যবসায়ীর কাছে। এমন এক মোষকে চোখের দেখা দেখতে মেলায় প্রতিদিনই হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। আনমোলের দাম ধার্য হয়েছে ২৩ কোটি টাকা।

এই বিপুল অর্থ তিনি আনমোলকে বিক্রি করলেই পেতে পারেন। কিন্তু আনমোলের মালিক জানিয়েছেন কোনও অর্থের বিনিময়েই তিনি আনমোলকে ছাড়বেন না। বিক্রি করবেননা।

আনমোলের এমন চেহারার পিছনে রয়েছে তার প্রাত্যহিক খাদ্যাভ্যাস। প্রতিদিন তার জন্য ধার্য কাঠ বাদাম, বেদানা, দুধ, কলা, সবুজ পশু খাদ্য, ঘি, সয়াবিন, ভুট্টা। তাও যথেষ্ট পরিমাণে।

আনমোলের দিকে চেয়ে দেখলেই বোঝা যায় তাকে অত্যন্ত যত্নে রাখা হয়। শরীর একদম মসৃণ, চকচকে। বাদাম তেল ও সরষের তেল মেখে দিনে ২ বার করে স্নান করে আনমোল।

আনমোল শব্দের অর্থ যা অমূল্য। হরিয়ানার এই মহিষ সত্যিই আনমোল। হয়তো সে কারণেই ২৩ কোটি টাকার হাতছানিও হেলায় উড়িয়ে দিতে পারেন তার মালিক।

Share