National

মারুতি কারখানায় চিতাবাঘের ঘোরাঘুরি

Published by
News Desk

গুরুগ্রামে মারুতি সুজুকির মানেসর কারখানায় চিতাবাঘ। বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ ক্যামেরায় ধরা পড়ে চিতাবাঘের ঘোরাঘুরি। ইঞ্জিন রুমে তাকে ঘুরতে দেখা যায়। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। কারখানার গেট বন্ধ করে দেওয়া হয়। ভোরের শিফটে কাজ করতে আসা সব শ্রমিককে দাঁড় করিয়ে দেওয়া কারখানার বাইরে। খবর যায় বন দফতরে। তারাও এসে খোঁজ শুরু করে।

বিশাল কারখানার কোথায় সেই চিতাবাঘ লুকিয়ে আছে তা খুঁজে পাওয়া দুষ্কর। তবে যতক্ষণ না তাকে পাওয়া যাচ্ছে ততক্ষণ কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয়। বেলা অব্ধি চেষ্টা করেও সেই চিতাবাঘের খোঁজ মেলেনি। তবে বন দফতরের বিশেষজ্ঞেরা খোঁজ চালাচ্ছেন।

Share
Published by
News Desk