টুথব্রাশ, প্রতীকী ছবি
তিনি টুথব্রাশ দিয়ে দাঁত মাজেন। তারপর অনেকের মত টুথব্রাশের পিছন দিকটা দিয়ে জিভ ছোলার কাজ করছিলেন। এটা অনেকেই করে থাকেন বলে অনেক টুথব্রাশের পিছনের দিকে জিভ ছোলার ব্যবস্থা করা থাকে। সেটা করতে গিয়েই হয় বিপত্তি।
জিভ ছুলতে গিয়ে আস্ত টুথব্রাশটাই গিলে ফেলেন ওই মহিলা। গিলে ফেলেন মানে অনেকটাই গিলে ফেলেন। প্রায় শ্বাসরোধ হওয়ার জোগাড়। তাঁকে নিয়ে সকলে ছোটেন হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলেও অনেকেই মনে করেছিলেন ওই মহিলার টুথব্রাশ আর বার হবেনা। তাঁকে আর রক্ষ করা গেলনা।
যদিও তাঁর টুথব্রাশ অত্যন্ত সাবধানতার সঙ্গে বার করে আনতে সফল হন চিকিৎসকেরা। কিছুটা আশ্চর্য রক্ষা হয় তাঁর। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনে শহরে। অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া ওই মহিলা কিন্তু নিজের অজান্তেই এক ইতিহাস রচনা করেছেন।
কারণ টুথব্রাশ গিলে ফেলার ঘটনা অতি বিরলের মধ্যে পড়ে। বিশ্বজুড়েও এমন ঘটনা প্রায় নেই বললেই চলে। সেখানে তিনি কীভাবে একটা গোটা টুথব্রাশ গিলে ফেললেন তা এখনও কারও মাথায় আসছে না।
আচমকাই তা ঢুকে গেলেও অতটা কীভাবে ঢুকে যাবে? তার আগেই তো ওই মহিলা টের পেয়ে তা আটকাবেন! কিন্তু এমন কিছুই হয়নি। টুথব্রাশ সোজা ঢুকে পড়ে তাঁর গলায়।
তবে অতি বিরল ঘটনা হলেও এই ঘটনা একটা সতর্কবাণীর মত সামনে এল। মহিলার টুথব্রাশ গিলে ফেলার ঘটনা বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।