National

জলের ট্যাঙ্কে বসে পরীক্ষা বাতিলে প্রতিশ্রুতি আদায়, ২ যুবকের কাণ্ডে ক্ষুব্ধ নন কেউ

এমন ঘটনাও ঘটে। ২০২১ সালে হওয়া একটি পরীক্ষা বাতিলের প্রতিশ্রুতি মন্ত্রীকে হাঁটিয়ে জলের ট্যাঙ্কে তুলে নিয়ে গিয়ে আদায় করলেন ২ যুবক।

Published by
News Desk

২০২১ সালে এসআই নিয়োগের পরীক্ষা হয়েছিল সে রাজ্যে। কিন্তু পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল। এমনও শোনা গিয়েছিল যে পরীক্ষার সিংহভাগ প্রশ্নপত্রই ফাঁস হয়ে গিয়েছিল। তবু পরীক্ষা বাতিল হয়নি।

কেন করা হয়নি পরীক্ষা বাতিল? সেই দাবি নিয়ে গত রবিবার এক অভিনব পদক্ষেপ করেন ২ যুবক। রাজস্থানের জয়পুরের হিম্মত নগরে একটি জলের ট্যাঙ্কের ওপর চড়ে যান তাঁরা। সেখানেই বসে থাকেন।

হাতে ছিল ব্যানার। দাবি একটাই। বাতিল করতে হবে রাজস্থানে অনুষ্ঠিত ২০২১ সালে হওয়া এসআই পরীক্ষার নিয়োগ। চাকরির পরীক্ষায় ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে অনেকে চাকরি পেয়েছেন বলে অভিযোগ অনেক আগে থেকেই শোনা যেত।

এই ২ যুবক তা নিয়েই অভিনব আন্দোলনের পথে হাঁটলেন। পুলিশ থেকে সাধারণ মানুষ তাঁদের জলের ট্যাঙ্ক থেকে নেমে আসতে বললেও নিজেদের দাবিতে অনড় থেকে ওই ট্যাঙ্কেই বসে থাকেন ২ জনে।

মঙ্গলবার পরিস্থিতি সামাল দিতে সেখানে হাজির হন রাজস্থানের মন্ত্রী কিরোরি লাল মিনা। তিনি প্রথমে মাইকে ২ যুবককে নিচে নেমে আসতে অনুরোধ করেন। না শুনলে তিনি নিজেই জলের ট্যাঙ্কে উঠে যান।

সেখানে পৌঁছে ২ যুবককে বোঝাতে শুরু করেন। ২০ মিনিট ধরে তাঁদের বোঝানোর পর অবশেষে মন্ত্রীর সঙ্গে ২ জন নিচে নেমে আসেন। নিচে নেমে মন্ত্রী জানান, মন্ত্রীদের সাব কমিটি এবং এসওজি ২০২১-এর ওই পরীক্ষা বাতিল নিয়ে সিদ্ধান্ত নিয়েছে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। এই আশ্বাসে ২ যুবক তাঁদের এই জলের ট্যাঙ্কে বসে পরীক্ষা বাতিলের দাবি থেকে সরে আসেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk