রেললাইনে চারচাকা, ছবি – সৌজন্যে – এক্স – @sangramsingh_95
একটি কালো মহিন্দ্রা থর এসইউভি গাড়ি ছুটে আসছে। রাস্তা দিয়ে নয়। রেললাইনের ওপর দিয়ে। রেললাইনের ওপর দিয়ে তা ছুটছে উল্টো দিক থেকে আসা ট্রেনের দিকে।
উল্টোদিক থেকে ওই লাইন ধরেই এগিয়ে আসছে একটি মালগাড়ি। গতিতেই ছিল সেই ট্রেন। কালো এসইউভি গাড়িটি অবশ্য রেললাইনের ওপর কিছুটা ছুটে এক জায়গায় আটকে যায়। লাইনের ওপরই দাঁড়িয়ে পড়ে।
চালক চেষ্টা করতে থাকেন সেটিকে লাইন থেকে সরানোর। উল্টোদিক থেকে আসা ট্রেনটির সঙ্গে তখন মুখোমুখি ধাক্কা প্রায় অবধারিত। আশপাশে অনেকেরই তখন চোখের পলক পড়ছে না।
কিন্তু গাড়িতে ধাক্কা মারার আগেই ট্রেনের চালকের তৎপরতায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। এদিকে গাড়ির চালক ততক্ষণে গাড়িটিকে কোনওমতে পিছোতে সমর্থ হয়েছেন।
ট্রেনলাইনের ওপর দিয়েই বেশ কিছুটা ব্যাক করে গাড়িটি পৌঁছে যায় লাইনের ধারের কাঁচা ঢাল ধরে পিচ ঢালা রাস্তায়। তারপর গাড়ির গতি বাড়িয়ে তা নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করেন।
পুলিশ অবশ্য তার পিছু ধাওয়া করে দ্রুতই গাড়িটিকে ধরে ফেলে। পাকড়াও করা হয় গাড়ির চালককে। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে।
এই পুরো ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় নেয়নি। ওই চালক ঠিক কি উদ্দেশ্যে ট্রেনলাইন দিয়ে গাড়ি চালাচ্ছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। সিনেমাকে হার মানানো এই রোমহর্ষক ঘটনা স্থানীয় অনেকেই মোবাইল ক্যামেরায় বন্দি করে ফেলেন।