চেন্নাইয়ের সমুদ্রে রঙের খেলা, ছবি – সৌজন্যে – এক্স – @cheran_tamil
এ সমুদ্র দেখে দেখে চোখ অভ্যস্ত। নানা বয়সের মানুষ এ শহরের বাসিন্দা। তাঁরা কেউই মনে করতে পারছিলেননা এমন নীল আলোর ঝলমলে ছটায় ভরা সমুদ্রের ঢেউ আদৌ তাঁরা কখনও দেখেছেন কিনা। যা তাঁরা দেখলেন তা তাঁদের হতবাক করে দিয়েছে।
সন্ধে নামার পর সমুদ্রের ঢেউ একের পর এক আছড়ে পড়েছে নীল আলোর ছটা নিয়ে। চেন্নাই শহরে হালে বেশ কিছুদিন ধরেই প্রবল বৃষ্টি হয়েছিল। তা থামার পর গত শুক্রবার সন্ধে নামার পর চেন্নাই শহরের গা ঘেঁষা সমুদ্রের ধারে ক্রমে ভিড় বাড়তে থাকে।
কেউই এই অপূর্ব দৃশ্য দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি। দেখা যায় সমুদ্রে একের পর এক ঢেউ আছড়ে পড়ছে আর সেই ঢেউয়ের মাথায় সাদা ফেনার জায়গায় নীল উজ্জ্বল আলোর ছটা।
সমুদ্রে একধরনের ফাইটো প্ল্যাঙ্কটন থাকে। যাদের বলা হয় সি স্পার্কল। এরা থাকলেও সব সময় এভাবে জ্বলতে থাকেনা। এমনভাবে তারা জ্বলে ওঠে যখন তারা খুব চঞ্চল হয়ে পড়ে। বিরক্ত হয় কোনও কারণে।
সেটা নানা কারণে হতে পারে। যেমন সেটা জোয়ার ভাটার কারণে বা ঝড়ের কারণে হতে পারে। আবার সেটা কখনও সমুদ্রের স্রোত, সমুদ্রের জলের উত্তাপে পরিবর্তনের কারণেও হতে পারে। আবার সমুদ্রে দূষণের কারণেও হতে পারে। এমন নানা কারণ থাকতে পারে।
এক্ষেত্রে ঠিক কোন কারণে ওই সি স্পার্কলরা জ্বলতে শুরু করেছিল তা পরিস্কার নয়। তবে এই দৃশ্য মুগ্ধ করেছে, অবাক করেছে চেন্নাইয়ের বাসিন্দা সহ পর্যটকদের। এ দৃশ্য অনেকের কাছেই ছিল জীবনের এক পরম প্রাপ্তি। ইন্টারনেটে এই ছবি ছড়িয়ে পড়তে সময় নেয়নি।