National

বাবা ইমরান হাশমি, মা সানি লিওন, যুবকের পরিচয় নিয়ে তোলপাড় কাণ্ড

এ এমন এক কাণ্ড যা হইচই ফেলে দিয়েছে। এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের ফর্ম নিয়ে তুমুল তোলপাড় হয়ে গেছে। হবে নাই বা কেন, বাবা মায়ের নামেই যা হওয়ার তা হয়েছে।

Published by
News Desk

আর পাঁচজন ছাত্রের মতই তিনিও বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। পরীক্ষার আগে তাঁকে ফর্ম পূরণ করতে দেওয়া হয়েছিল। সেই ফর্ম পূরণের পর এই ছাত্র রাতারাতি নাম করে ফেলেছেন। তাঁর নাম এখন মুখে মুখে ঘুরছে।

কুন্দন নামে এই ছাত্রের এই আচমকা পরিচিতির পিছনে রয়েছে পরীক্ষার ফর্মে তাঁর দেওয়া বাবা ও মায়ের নাম। ওই ছাত্র যে ফর্ম পূরণ করেছেন তাতে তিনি তাঁর বাবার নাম ইমরান হাশমি এবং মায়ের নাম সানি লিওন লিখেছেন।

ইমরান হাশমি ও সানি লিওনকে চেনেন না এমন মানুষের সংখ্যা নগণ্য। পর্দার পরিচিত নাম হওয়ায় তাঁদের ভারত জুড়েই প্রবল পরিচিতি। ফলে তাঁদের নাম তোলপাড় ফেলবেই।

সোশ্যাল মিডিয়ায় এই ফর্ম ছড়িয়ে পড়েছে আগুনের গতিতে। যাঁরাই এটা দেখেছেন তাঁরাই থমকেছেন। কমেন্টও করেছেন। বিহারের মুজফ্ফরপুরের একটি বিশ্ববিদ্যালয়ের বিএ অনার্সের ফর্মটি এখন ভাইরাল।

নেটিজেনদের অনেকে মনে করছেন কুন্দন নামে ওই পরীক্ষার্থী এটা করেছেন নজরে পড়ার জন্যই। এমনকি তিনি ইমরান বানানও ভুল লিখেছেন! কেউ লিখেছেন বিহারে সব কিছুই কিছু সম্ভব! এমন নানা মজার মজার কমেন্ট এসেছে সোশ্যাল মিডিয়ায়।

তবে বলিউড তারকা সানি লিওনের নাম এই প্রথম নয়। এর আগেও পরীক্ষা এবং সেখানে তাঁর নাম নিয়ে হইচই পড়েছিল। এমনও হয়েছে যে সানি লিওন নাকি একটি পরীক্ষায় বসছেন।

Share
Published by
News Desk