মুম্বই, ফাইল ছবি
এ অভিজ্ঞতার সঙ্গে অভ্যস্ত কলকাতায় বসবাসকারী বা কলকাতায় আসাযাওয়া করা মানুষজন। কিন্তু এ এমন এক অভিজ্ঞতা যা মুম্বই শহরের জন্য এই প্রথম। মুম্বই শহরে প্রচুর ফ্লাইওভার, নানা ব্রিজ, আন্ডারপাস রয়েছে।
যাতে যানবাহনের গতি বাড়ানো যায়, মানুষকে গন্তব্যে দ্রুত পৌঁছনোর পথ প্রশস্ত করা যায়। এজন্য মেট্রো পরিষেবাও চালু হয়েছে মুম্বই শহরে। তারই তৃতীয় দফায় মুম্বই মেট্রো ৩ বা অ্যাকোয়া লাইনের উদ্বোধন হয়েছিল গত শনিবার। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই লাইনটি সম্পূর্ণ মাটির তলা দিয়ে গেছে। এই প্রথম মু্ম্বই শহরে মেট্রো মাটির তলা দিয়ে যাত্রী পরিবহণ শুরু করল। শনিবার উদ্বোধন হলেও সাধারণ মানুষকে নিয়ে ট্রেন চলা শুরু হল সোমবার থেকে।
মুম্বইয়ের মানুষ এই প্রথম মাটির তলা দিয়ে মেট্রোয় যাত্রা করার সুযোগ পেলেন। এটা অবশ্যই ওই শহরের মানুষের জন্য নিজের শহরে বসে নতুন অভিজ্ঞতা।
বান্দ্রা কুরলা কমপ্লেক্স থেকে আরে পর্যন্ত এই মেট্রো পরিষেবার মাঝে রয়েছে ১০টি স্টেশন। পুরো লাইনটাই মাটির তলা দিয়ে গেছে। এর ফলে ওই পথে ৩৫ শতাংশ গাড়ির চাপ কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। যার জেরে ৩ লক্ষ ৫০ হাজার লিটার জ্বালানি কম পুড়বে প্রতিদিন।
প্রথম দিন মাটির তলা দিয়ে নিজের শহরে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছতে পেরে বেজায় খুশি মুম্বইবাসী। তাঁদের মতে, এতে সময় বাঁচছে, রাস্তায় যানজটের মধ্যে পড়ে যে মানসিক চাপ সহ্য করতে হত সেটাও আর হবেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…