National

জঙ্গলে ঘুরে বাঘ দেখতে ভালবাসেন, সে সুযোগ আরও বাড়ল

জঙ্গলে ঘুরে বেড়াতে, জঙ্গলের মাঝে ঘুরে বেড়ানো বন্যপ্রাণ দেখতে, বাঘ দেখতে, যাঁরা ভালবাসেন তাঁদের জন্য ভাল খবর। জঙ্গলে ঘুরে বাঘ দেখার সুযোগ আরও বাড়ল।

Published by
News Desk

জঙ্গলে ঘুরতে অনেকেই ভালবাসেন। নানা প্রান্তে সাফারি রয়েছে। সুন্দরবনে আবার জলে ভেসেই বাঘ দেখার, জঙ্গল দেখার সুযোগ রয়েছে। প্রকৃতিপ্রেমী মানুষদের জঙ্গল টানে। একটু সময় সুযোগ পেলেই তাঁরা পাড়ি দেন সবুজের মাঝে।

ভারতের নানা প্রান্তে সাফারির সুযোগ রয়েছে। অনেক অভয়ারণ্যে নিশ্চিন্তে গাড়িতে জঙ্গলের মধ্যে ঘুরে সাফারি উপভোগ করতে পারেন পর্যটকরা। তেমনই এক সুযোগ এবার বাড়ল।

বাঙালি জীবনে নাহারগড় নামটা বেশ পরিচিত। সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমায় রাজস্থানের নাহারগড় কেল্লার ঘটনা সকলের জানা। এবার জয়পুরের কাছেই থাকা নাহারগড় বায়োলজিক্যাল পার্কে শুরু হল বাঘ সাফারি।

এই জঙ্গলে এবার মানুষ চাইলে বাঘ দেখার সুযোগ পাবেন। সাফারি করে তাঁরা জঙ্গলের মধ্যে ঘোরার পাশাপাশি জঙ্গলের মাঝে বাঘদের আপন খেয়ালে ঘোরা বা বিশ্রাম নেওয়া দেখতে পাবেন। পৌঁছে যাবেন বাঘদের একদম কাছে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই সাফারির উদ্বোধন করেছেন। এখানে আপাতত ৩টি বাঘ ছাড়া হচ্ছে। যারা এ জঙ্গলে ঘুরে বেড়াবে। দিল্লি জয়পুর হাইওয়ের ওপর এই অরণ্যে ৩ বাঘিনী আপাতত বিচরণ করবে।

৭২০ হেক্টর জমিতে এই নাহারগড় বায়োলজিক্যাল পার্ক তৈরি হয়েছে। বাঘ দেখার জন্য ৩২ হেক্টর অংশ গাড়িতে ঘোরানো হবে।

আপাতত ৪টি জাল দিয়ে ঘেরা গাড়ি সাফারির জন্য প্রস্তুত করা হয়েছে। যা পর্যটকদের নিয়ে ঘুরিয়ে দেখাবে। লেপার্ড, হাতি এবং সিংহ সাফারির পর এবার জয়পুরে ঘুরতে এলে বাঘ সাফারির সুযোগও তৈরি হল পর্যটকদের জন্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk