National

ব্যস্ত শহরের আকাশ জুড়ে সবুজ, হলুদ আর গোলাপি রং, কেন হল এমন কাণ্ড

দেশের অন্যতম ব্যস্ত শহরেরও পা থমকে গেল। শহরের আকাশে সবুজ, হলুদ আর গোলাপি রং খেলে বেড়াচ্ছে। এমন কীভাবে সম্ভব। উত্তর অবশ্য মিলল।

Published by
News Desk

দেশের অন্যতম ব্যস্ত শহর বেঙ্গালুরু। তরুণ প্রজন্মের চাকরির প্রাণকেন্দ্রে পরিণত হওয়া এই শহরে সকলে এতটাই ব্যস্ত যে আকাশের দিকে চেয়ে থাকার মত সময় তাঁদের হাতে নেই। কিন্তু সেই শহরের আকাশেই নজর আকটে গেল অনেকের।

মোবাইল হোক বা ক্যামেরা। যে হাতের কাছে যা পেলেন তাতেই এই বিরল দৃশ্যকে ফ্রেমে বন্দি করার চেষ্টা করলেন। সব কাজ ভুলে অনেকেই চেয়ে থাকলেন আকাশের দিকে। এমন দৃশ্য তাঁরা তাঁদের জীবদ্দশায় দেখেননি।

আকাশের বুক জুড়ে সবুজ, হলুদ আর গোলাপি রং খেলে বেড়াচ্ছে। প্রাথমিকভাবে সকলের মনে হয়েছিল এটা হয়তো মেঘ আর সূর্যালোকের মিশ্রণে তৈরি হওয়া আলো।

কিন্তু এমন উজ্জ্বল তো সে আলো হতে পারেনা। সেখানেই সন্দেহ দানা বাঁধে। অনেকেই এই বিরল দৃশ্যের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন।

পরে অবশ্য ওই রঙিন আলোর কারণ জানতে পারা যায়। বিশেষজ্ঞেরা জানান, ওটা কোনও মেঘ রোদের খেলা নয়, বরং একটি ধূমকেতু তখন শহরের ওপর দিয়ে যাচ্ছিল। তার প্রভাবেই আকাশের বুকে অমন উজ্জ্বল রংয়ের ছটা খেলে বেড়াচ্ছিল।

সি/২০২৩ এ৩ বা সুচিনশান-অ্যাটলাস নামে এই ধূমকেতু এখন পৃথিবীর খুব কাছে এসে পড়েছে। তারই প্রভাবে বেঙ্গালুরু শহর কিছুক্ষণের জন্য থমকে গেল। বিভোর হয়ে আকাশের দিকে তাকিয়ে রইলেন অতি ব্যস্ত পেশাদাররাও। কাজের চাপে যাঁদের হাতে নাওয়াখাওয়ারও সময় থাকেনা।

Share
Published by
News Desk