National

জলের মাঝে ৪ তলা বাড়ি, বাসিন্দাদের আগাম জানিয়ে ফাটল বোমা

জলের মাঝে বাড়ি। শুনলেই মনটা কেমন যেন উড়ে যেতে চায় সেখানে। এমন সুন্দর এক ছুটি কাটানোর স্বর্গরাজ্যের বাসিন্দাদের আগে ভাগে জানিয়ে ফাটানো হল বোমা।

১২ বছর আগের কথা। তখনই তৈরি হয়েছিল বিশাল লেকের মাঝে এক ৪ তলা বাড়ি। জলের ওপর ৪ তলা বাড়ির কথা সহজে কেউ ভাবেন না। তবে যিনি তৈরি করেছিলেন তিনি ভেবেছিলেন।

এ বাড়িতে সবসময় থাকার জন্য নয়, কোনও হোটেল বা কটেজ হিসাবে ভাড়া দেওয়ার জন্যও নয়, সপ্তাহ শেষে তিনি এ বাড়িতে পরিবার নিয়ে ছুটি কাটাতে আসতেন। বাড়িতে পৌঁছনোর জন্য জলের ওপর দিয়ে একটি যাতায়াতের পথও তৈরি করেছিলেন তিনি। সবকিছু সুন্দর করে সাজানো।‌

তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার মালকাপুরের একটি বিশাল লেকের মাঝে এই ৪ তলা বাড়ি সকলের নজর কাড়ত। সম্প্রতি জলের ওপর এই বাড়ি নিয়ে আপত্তি জানান স্থানীয় গ্রামের বাসিন্দারা। অভিযোগ পাওয়ার পর নড়ে বসে প্রশাসন।

স্থানীয় তহসিলদার অনিতা জানান, ২৫০ বর্গ গজের ওপর তৈরি ওই ৪ তলা বাড়ি তৈরির সময় প্রয়োজনীয় ছাড়পত্র নেননি বাড়ির মালিক। ফলে তা বেআইনি। যা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাড়িটি যে ভেঙে ফেলা হবে সে সংক্রান্ত নোটিসও হায়দরাবাদের বাসিন্দা ওই বাড়ির মালিককে দেওয়া হয়। সমস্যা হয় অন্য জায়গায়।

বাড়িটি জলের এতটাই মাঝের দিকে যে সেখানে কোনও যানবাহন নিয়ে যাওয়া সম্ভব নয়। ফলে বাড়ির ভাঙার যন্ত্রও সেখানে পৌঁছবে না। তাই প্রশাসন সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রিত বিস্ফোরণের মধ্যে দিয়ে বাড়িটি ভেঙে ফেলা হবে।

সেভাবেই নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়। যার পর বাড়িটি ওই লেকের জলেই ভেঙে পড়ে। তেলেঙ্গানা জুড়েই দিঘি, পুকুর বা জলাশয়ে বেআইনি দখলদারি মুক্ত করার অভিযান জোরকদমে চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

৯৫ বছর বয়সে এখনও বাস চালান, বিস্ময় বৃদ্ধের নামে দিবস ঘোষণা করল শহর প্রশাসন

যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…

November 25, 2025

টানা ১০৬ কিলোমিটার হেঁটে রোবট জানাল ১ জোড়া নতুন জুতো দরকার

মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…

November 25, 2025

৭০ বছর পর বাংলায় দেখা মিলল অতি বিরল প্রজাতির হরিণের, যার নাভিতে থাকে ভুবনভোলা গন্ধ

অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…

November 25, 2025

ঘুমন্ত রাজ্য বলে পরিচিত দেশের এই রাজ্য, পিছনে রয়েছে বিশেষ কারণ

এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…

November 25, 2025

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৬ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 25, 2025

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৬ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 25, 2025