National

ভাড়াটে মহিলার ঘরে গোপন ক্যামেরা, সব স্বীকার করল বাড়িওয়ালার ছেলে

অনেক মহিলাই অফিসের জন্য, পড়ার জন্য বা পরীক্ষার প্রস্তুতি নিতে শহরে এসে ভাড়া বাড়িতে একাই থাকেন। তাঁদের চিন্তার কারণ হল একটি ঘটনা।

Published by
News Desk

গ্রাম থেকে অনেক স্বপ্ন নিয়ে শহরে আসেন তরুণ, তরুণীরা। এমনই এক মহিলা এসেছিলেন সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিতে। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। এসেছিলেন দিল্লিতে। দিল্লিতে তিনি শকরপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে একাই থাকতেন।

ওই বাড়ির মালিক দোতলায় থাকতেন। মহিলা ঘর ভাড়া নিয়ে থাকলেও যখন তিনি উত্তরপ্রদেশে নিজের বাড়ি ফিরতেন তখন তাঁর ভাড়া ঘরের চাবি বাড়িওয়ালাকে দিয়ে যেতেন।

সাধারণভাবে তা তিনি তুলে দিতেন বাড়িওয়ালার ছেলের হাতে। ফিরে এসে ফের তা নিজের জিম্মায় নিয়ে নিতেন। এভাবেই চলছিল। কদিন আগে তিনি তাঁর বাথরুমের বাল্বের হোল্ডারে ভাল করে নজর করে একটি কালো মত কিছু দেখতে পান।

পরে খতিয়ে দেখতে দেখেন একটি ক্যামেরা। সময় নষ্ট না করে পুলিশে খবর দেন তিনি। পুলিশ এসে বাথরুম থেকে ওই মেমরি চিপ থাকা ক্যামেরাটি উদ্ধার করে। একই ক্যামেরা পাওয়া যায় মহিলার শোওয়ার ঘরেও।

যেহেতু ওই মহিলা চাবি বাড়িওয়ালার ছেলের হাতে দিয়ে যেতেন, তাই সন্দেহটা তার ওপরই গিয়ে পড়ে। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ওই যুবক স্বীকার করে নেয় সেই ওই মহিলার ঘরে ২টি ক্যামেরা লাগিয়েছিল।

পুলিশ তার কাছ থেকে ল্যাপটপও উদ্ধার করেছে। তাকে গ্রেফতারও করেছে পুলিশ। ওই মহিলার মতই একা নানা শহরে এসে থেকে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার লড়াই চালাচ্ছেন অনেক মহিলা। এই ঘটনা তাঁদেরও কপালে চিন্তার ভাঁজ পুরু করল।

Share
Published by
News Desk