National

ইস্যু হয়ে গেল ডেথ সার্টিফিকেট, কিন্তু মহিলা তো দিব্যি বেঁচে, কীভাবে সম্ভব

এক মহিলার নামে ডেথ সার্টিফিকেট ইস্যু হয়ে গিয়েছে। অথচ তিনি দিব্যি বেঁচে আছেন। ফলে মহা ফাঁপরে পড়েছে পুরসভা। ওই মহিলাকেই ডেকে পাঠিয়েছে তারা।

Published by
News Desk

এক মহিলার নামে ইস্যু হয়েছে ডেথ সার্টিফিকেট। অথচ সেই মহিলা ভাল আছেন। বেঁচে আছেন। সংসার করছেন। তাহলে তাঁর নামে ডেথ সার্টিফিকেট ইস্যু হল কীভাবে? এই নিয়ে শুরু হয়েছে তোলপাড়।

এই ঘটনায় পুরসভা চাপে পড়েছে। কারণ সেখান থেকেই এই ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে যোধপুরে। যোধপুর সাউথ মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র ভণিতা শেঠ অবশ্য সাফ জানিয়েছেন, পুরসভার হাতে প্রয়োজনীয় কাগজপত্র এসে পৌঁছেছিল। তবেই এই ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে।

যাবতীয় কাগজ না পেলে কিছুতেই তা করা হতনা। কিন্তু যা ঘটেইনি তার কাগজপত্র পুরসভায় এল কীভাবে? কেই বা দিল? এখানে একটি মোবাইল নম্বর পাওয়া গিয়েছে।

তিনিই কাগজ দিয়ে গিয়েছিলেন বলে মনে করে তাঁকে ডেকে পাঠানো হয়। ওই ব্যক্তি জানান, ফোন নম্বরটা তাঁরই। কিন্তু এমন কোনও কাগজপত্র তিনি পুরসভায় জমা দেননি।

যাঁকে নিয়ে এক কাণ্ড ওই মহিলাকেই ডেকে পাঠানো হয়েছে পুরসভায়। মহিলাকে তাঁর ২ পুত্রের সঙ্গে আসতে বলা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে এই কাগজপত্র জমা দেওয়া সংক্রান্ত সূত্র পাওয়া যেতে পারে বলেই আত্মবিশ্বাসী ভণিতা শেঠ।

মেয়র এখন চাইছেন বিষয়টি জেনে যে দোষী তাকে দ্রুত গারদের পিছনে পাঠাতে। এভাবে জীবিত এক মহিলার নামে পুরসভা থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু হয়ে যাওয়ার ঘটনা জানাজানি হতে যোধপুর জুড়েই কানাঘুষো শুরু হয়ে গেছে। যা পুরসভার জন্যও অস্বস্তির কারণ হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk