National

১২ বছরের অপেক্ষা শেষ, নীল হয়ে গেল গোটা পাহাড়

১২ বছর কম সময় নয়। ১২ বছর পার করে হঠাৎ নীল হয়ে গেল একটি পাহাড়। এ পাহাড়ের নামেই জড়িয়ে আছে এই নীল রংয়ের কথা।

Published by
News Desk

১২ বছর ধরে মানুষ অপেক্ষা করে থাকেন। শুধু স্থানীয় মানুষ বা দেশের মানুষ নন, বিদেশের বহু মানুষ খবর রাখেন এই সময়টা কবে আসবে। কবে নীল হয়ে যাবে এই পাহাড়। এই অপেক্ষ বড় সহজ নয়।

১২ বছর ধরে অপেক্ষা করতে হয় এই দৃশ্য চোখে দেখার জন্য। প্রকৃতির এক পাগল করা সৌন্দর্যে মন ভরাতে তাই এই সময় ছুটে আসেন মানুষজন। যখন পাহাড় নীল হয় তখন।

এ পাহাড়ে ১২ বছরে একবারই ফোটে এই ফুল। নীলকুরিঞ্জি ফুল। পাহাড়ের গায়ে তখন এতটুকু জায়গা বাকি থাকেনা। সবটাই নীল সেই অপরূপ ফুলে ভরে যায়। তখন পাহাড়টিকে নীল বলে মনে হয়।

তার হাত ধরেই এ পাহাড়ের নাম নীলগিরি। দক্ষিণ ভারতের নীলগিরি পাহাড়ের নাম প্রায় সকলের জানা। এই নীলগিরি পাহাড়ে প্রতি ১২ বছরে যেন উৎসব শুরু হয়।

আর সেই সময় এসে পড়েছে। নীল হয়ে আছে নীলগিরি। গুনে শেষ করার উপায় নেই কত নীলকুরিঞ্জি ফুল ফুটে আছে। ১২ বছর পর তারা ফের ফুটেছে আপন খেয়ালে।

তামিল ভাষায় নীলা মানে নীল আর কুরিঞ্জি মানে ফুল। এই দুয়ে মিলেই নীলকুরিঞ্জি। এই ফুল ফোটার পরই তা দেখার জন্য মানুষের ঢল নামতে শুরু করেছে।

তবে বন দফতরের কর্মীরা কঠোর নজর রাখছেন উটি, কুন্নুর বা কোটাগিরির নীল ফুলের ঢালে। যাতে কেউ ফুল নষ্ট না করেন।

Share
Published by
News Desk