National

হায়দরাবাদে আকাশ ভাঙা বৃষ্টি, মৃত ৭

Published by
News Desk

মুম্বইতে কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল তার পরিমাণ খাতায় কলমে অনেক বেশি। কিন্তু সোমবার বিকেল থেকে শুরু করে সন্ধে পর্যন্ত হায়দরাবাদ সহ আশপাশের এলাকায় যে প্রবল বর্ষণ হল তাতে প্রাণ গেল ৭ জনের। নারায়ণখেদ এলাকায় বাজ পড়ে ৪ জনের মৃত্যু হয়। হুসাইনি আলম এলাকায় এক রিক্সাচালকের ওপর বিদ্যুতের তার পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এছাড়া পাঁচিল ধ্বসে বাবা ও তাঁর ৪ মাসের সন্তানের মৃত্যু হয় বাঞ্জারা হিলসের কাছে।

এদিকে আকাশ ভাঙা বৃষ্টিতে হায়দরাবাদ শহর কার্যত জলের তলায় চলে যায়। স্তব্ধ হয়ে পড়ে গাড়ি। ট্রাফিক সিগনাল ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত। অনেক জায়গায় বাড়ি ভেঙে পড়ে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে প্রচুর ফসলের ক্ষতি হয়েছে। বৃষ্টি থামলেও এদিন সকালেও হায়দরাবাদ শহর স্বাভাবিক ছন্দে ফেরেনি। রাস্তার ওপর অনেক গাছ পড়ে আছে। পুরকর্মীরা রাস্তা সাফ করে ‌যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন। সব স্কুল, কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।

Share
Published by
News Desk