National

পুলিশের সামনেই লুঠ হয়ে গেল নষ্ট করতে আনা মদের বোতলের সারি

বাজেয়াপ্ত করা মদের বোতল সারি করে রাখা হয়েছিল। পুলিশই তা রেখেছিল নিয়ম মেনে নষ্ট করার জন্য। কিন্তু তার আগেই মদের বোতলের ওপর হামলে পড়লেন স্থানীয়রা।

Published by
News Desk

বেআইনি মদের বোতল বাজেয়াপ্ত করে তা জমা করে পুলিশ। তারপর সেগুলি একসঙ্গে করে একসময় নষ্ট করে দেওয়া হয়। সেভাবেই প্রায় ৫০ লক্ষ টাকার বাজেয়াপ্ত করা বেআইনি মদের বোতল সারি করে রাখা হয়েছিল।

সেগুলি নষ্ট করতে শুরু করবে। তার ঠিক আগেই আচমকা পুলিশের সামনেই সেই সারি দেওয়া মদের বোতলের ওপর হামলে পড়লেন স্থানীয় বেশ কয়েকজন। শুরু হয় লুঠ। যে যতগুলি পারলেন মদের বোতল তুলে নিয়ে পালালেন পুলিশের সামনে দিয়ে।

পুলিশকর্মীরা চেষ্টা করেন তাঁদের আটকানোর। কিন্তু একজনকে ধরতে গেলে পিছন দিয়ে ৫ জন মদের বোতল নিয়ে পালাচ্ছেন। আবার তাঁদের ধরতে গেলে অন্যরা বোতল তুলে নিয়ে পালাচ্ছেন।

বেশ কয়েকজনকে বোতল নিয়ে পালানোর সময় আটকে তাঁদের হাত থেকে বোতল কেড়েও নেন পুলিশকর্মীরা। কিন্তু সংখ্যায় স্থানীয়রা এতজন ছিলেন এবং তাঁরা এমন অতর্কিতে বোতল তুলতে থাকেন যে সকলকে কোনওমতেই আটকানো সম্ভব হয়নি। কার্যত পুলিশ হিমসিম খেয়ে যায় এই মদ লুঠ সামলাতে।

একটা সময় অবশ্য পুলিশ সকলকে সেখান থেকে হটিয়ে দিতে সমর্থ হয়। তবে তার আগেই অনেক মদের বোতল লুঠ হয়ে গেছে। যে যতগুলো পেরেছেন নিয়ে পালিয়েছেন।

ঘটনাটির ছবি ইন্টারনেটে হুহু করে ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের গুন্টুরে। বুলডোজার এনে মদের বোতল নষ্ট করার চেষ্টা করছিল পুলিশ। তার আগেই এই লুঠের ঘটনা ঘটে।

Share
Published by
News Desk