National

বাংলার গায়েই মাটির তলায় লুকিয়ে আছে প্রচুর সোনা, জানাল জিএসআই

খুব কাছেই মাটির তলায় মজুত রয়েছে সোনা। যার খোঁজ পাওয়ার পরই সরকারি স্তরে বিশেষ উদ্যোগ শুরু হয়েছে। তবে এখনই তা তোলার কথা ভাবছে না রাজ্যসরকার।

Published by
News Desk

বাংলার খুব কাছেই মাটির তলায় মিলল সোনার খোঁজ। তবে সোনার খোঁজটা মিলেছে কিছুটা কাকতালীয় ভাবে। আদপে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খোঁজ চালাচ্ছিল তামার। ওড়িশার দেওগড় জেলার আদাসা রামপল্লী এলাকায় এই তামার খনির খোঁজ চলছিল।

মাটির তলায় তামার ভান্ডারের খোঁজ করতে গিয়ে গবেষকেরা পেলেন সোনার খোঁজ। দেখা যায় সেখানে মাটির গভীরে রয়েছে সোনার ভান্ডার। অনেক সোনা রয়েছে সেখানে। তামার খোঁজ করতে গিয়ে সোনার খনির খোঁজ পেয়ে কার্যত আপ্লুত সকলে।

এবার তাহলে কি করা হবে? ওড়িশা বিধানসভায় বিষয়টি উত্থাপন করেন এক কংগ্রেস বিধায়ক। যার উত্তর দিতে গিয়ে ওড়িশার ইস্পাত ও খনি মন্ত্রী জানান, ওখানে সোনার খনির খোঁজ পাওয়া গিয়েছে। এই খনি নিলামের জন্যও প্রয়োজনীয় উদ্যোগ শুরু করেছে সরকার।

তবে ওই নতুন খোঁজ পাওয়া সোনার গুণগত মান কেমন তা জানা যায়নি। তাই সরকার নিজের তরফ থেকে তা তোলার কোনও উদ্যোগ নিচ্ছে না।

ওড়িশায় নানা জায়গায় মাটির তলায় সোনার মজুত ভান্ডার লুকিয়ে থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। তাই ওড়িশার মানকাদাচুয়ান, সালেইকানা ও দিমিরিমুন্ডা এলাকায় মাটির তলায় সোনা আছে কিনা তার খোঁজ চলছে।

এছাড়া ময়ূরভঞ্জ জেলার নানা প্রান্তে মাটির তলায় সোনার খনির খোঁজ চলছে। ইতিমধ্যেই কোরাপুট, মালকানগিরি, সুন্দরগড়, নবরংপুর, সম্বলপুর জেলার মত জায়গায় সোনার মজুতের খোঁজ মিলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk