National

৩ মাস নিখোঁজ তরুণীর সাপের মত আচরণ, খোঁজ মিলল গুহায়

১ তরুণী ৩ মাস আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। অবশেষে তাঁর খোঁজ মিলল। তবে একেবারেই অন্য রূপে। সাপের মত আচরণ করতে থাকেন তিনি।

Published by
News Desk

৩ মাস আগের কথা। বাড়ি থেকে একদিন হ‌ঠাৎই নিখোঁজ হয়ে যান এক তরুণী। সর্বত্র খোঁজ শুরু হয়। তন্ন তন্ন করে খুঁজেও কিন্তু তরুণীর খোঁজ মেলেনি। খোঁজ চলতে থাকে। আর এভাবেই কেটে যায় ৩টে মাস।

অবশেষে উদ্বিগ্ন বাবা মা খবর পান তাঁদের মেয়ের খোঁজ মিলেছে। তিনি রয়েছেন একটি গুহার মধ্যে। গুহার মধ্যেই থাকেন তিনি। তাঁর আচরণও একদম বদলে গেছে।

ঝাড়খণ্ডের গরবা জেলার কাড়িওয়াড়ি গ্রামের কাছে রানিডিহ গুপ্তা গুহার মধ্যে মেয়ে রয়েছেন বলে খবর পেয়ে সেখানে ছোটেন বাবা মা। সঙ্গে ছিলেন আরও কয়েকজন। কিন্তু সেখানে পৌঁছে তাঁরা যা দেখেন তা এক কথায় অবিশ্বাস্য।

ওই তরুণী গুহার মধ্যে থেকেই সাপের মত আচরণ করতে থাকেন। হিস হিস শব্দ বার হচ্ছিল মুখ দিয়ে। মাঝে মাঝেই সাপের মত জিভ বার করছিলেন। দ্রুত রটে যায় ওই তরুণী সর্পকন্যায় রূপান্তরিত হয়েছেন। ইচ্ছাধারী নাগিন বলেও লোকমুখে ঘুরতে থাকে।

বাবা মা অনেক করে ডাকার পরও তিনি বার হতে চাননি। অবশেষে গুহার বাইরে পুজো শুরু হলে একসময় তিনি বেরিয়ে আসেন। তবে তারপর তিনি সাধারণ মানুষের মতই দাঁড়ান। তাঁকে ঘিরে পুজো চলতে থাকে।

একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন সংবাদমাধ্যমে এই সংবাদ প্রকাশিত হয়। ওই তরুণীকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহের অন্ত নেই। তরুণীর চিকিৎসার প্রয়োজন আছে বলে মনে করছেন অনেকে। কারও কারও মতে আবার এটা পুরোটাই সাজানো।

Share
Published by
News Desk