National

এলফিনস্টোন স্টেশনের ঘটনায় সাহায্যের নামে শ্লীলতাহানি? তদন্তে পুলিশ

Published by
News Desk

মুম্বইয়ের এলফিনস্টোন স্টেশনে পদপৃষ্ঠের ঘটনায় সেদিন অনেকেই এগিয়ে এসেছিলেন আটকে পড়া আহত, মৃতপ্রায় মানুষজনকে সাহায্য করতে। কিন্তু সাহায্যের ছুতোয় কী এক মহিলার শ্লীলতাহানির ঘটনা ঘটে? একটি ভিডিও ভাইরাল হতে সেই প্রশ্নই এখন ভাবাচ্ছে দাদর পুলিশকে।

ভিডিওতে আপাতদৃষ্টিতে এক মহিলার শ্লীলতাহানির ছবিই ধরা পড়েছে। আটকে পড়া ওই মহিলাকে বার করে আনার চেষ্টা করতে দেখা গেছে এক ব্যক্তিকে। সেই বার করার ছুতোয় শ্লীলতাহানি বলে মনে হওয়া খুব ভুলও নয়। যদিও সত্যটা কী তা এখনও পরিস্কার করে বুঝে উঠতে পারছে না পুলিশ। তাই আশপাশ থেকে অন্যদের তোলা ছবিও খতিয়ে দেখে বিষয়টি আরও পরিস্কার হতে চাইছে তারা। সেইসঙ্গে খোঁজ পেতে চাইছে ওই ব্যক্তির। যদি তাকে নাগালে পাওয়া যায় তবে সত্যিটা পরিস্কার হয়ে যাবে বলেই মনে করছে পুলিশ।

Share
Published by
News Desk